শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুখবর দিলেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

সুখবর দিলেন মিষ্টি জান্নাত

চলতি বছর তিনি দেশ সেরা নায়ক শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। যদিও সেই রেশ কেটেছে অনেক আগেই। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকে দিলেন সুখবর।

দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত। শিগগিরই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও।


বিজ্ঞাপন


Untitled

এদিকে সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। স্বাস্থ্য এসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার ক্লিনিক। নিউইয়র্কে ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, অবকাশ যাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। এরইমধ্যে কয়েকটি সুখবর পেয়েছি। এই মুহূর্তে নিউইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত। সামনে আরও সুখবর আসছে।

Untitled


বিজ্ঞাপন


২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর