রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পেট চালাতে দর্জির কাজ করতেন জনপ্রিয় এ অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

পেট চালাতে দর্জির কাজ করতেন জনপ্রিয় এ অভিনেতা

বলিউড কৌতুক অভিনেতা রাজপাল যাদবের মুখ দেখলেই হেসে ওঠেন দর্শক। তিনিও মানুষ হাসানোর কাজকে নিয়েছেন পেশা হিসেবে। তার জনপ্রিয়তাও দেখার মতো। দেশ-বিদেশে রয়েছে অসংখ্য অনুরাগী। তবে এ অর্জান মোটেও সহজ ছিল না। এ প্রতিবেদনে থাকছে রাজপাল সম্পর্কে অজানা কিছু তথ্য। 

১৯৭১ সালে ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে জন্মগ্রহণ করেন অভিনেতা রাজপাল। শৈশব থেকেই জীবনে বড় কিছু অর্জন করতে চেয়েছিলেন। ছোটবেলায় স্বপ্ন দেখতেন ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করবেন। তবে বাঁধা হয়ে দাঁড়ায় অভিনেতার উচ্চতা।  

raj_pal_a

স্বপ্ন সবসময় পূরণ হয় না। তেমনি হয়েছিল রাজপালের জীবনেও। আর্থিক দুরবস্থার কারণে পেট চালাতে দর্জির কাজ করতে বাধ্য হয়েছিলেন। জীবনের টানাপড়েনের মধ্যেই ২০ বছর বয়সে অভিনেতার জীবনে নেমে আসে এক ভয়াবহ ট্র্যাজেডি। তার প্রথম স্ত্রী তাঁদের মেয়ের জন্মের সময় জটিলতার কারণে মারা যান। 

স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার পর অভিনেতা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন। সেখানেই রাজপালের অভিনয় যাত্রার সূচনা হয়। দীর্ঘ তেরো বছর পর রাম গোপাল ভার্মার ‘জঙ্গল’ ছবিতে অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নেন। 

rajpal-20221213164706

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘মালামাল উইকলি’, ‘ঢোল’, ‘চুপ চুপ কে’, ‘হেরা-ফেরি’। ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ ছবিটি ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছিল। হরর-কমেডি সিনেমা 'ছোটে পণ্ডিত' চরিত্রে অভিনয় সিনেমাপ্রেমীদের মনে এখনও তাজা হয়ে আছে।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর