রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুর্ঘটনার কবলে কৌতুক অভিনেতা রাজপাল যাদব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

দুর্ঘটনার কবলে কৌতুক অভিনেতা রাজপাল যাদব

বলিউড কৌতুক অভিনেতা রাজপাল যাদবের মুখ দেখলেই হেসে ওঠেন দর্শক। তিনিও মানুষ হাসানোর কাজকে নিয়েছেন পেশা হিসেবে। তার জনপ্রিয়তাও দেখার মতো। দেশ-বিদেশে রয়েছে অসংখ্য অনুরাগী। এবার তাদের জন্য রয়েছে মন খারাপ করা এক সংবাদ। শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন রাজপাল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ মঙ্গলবার সকালে ‘লক্ষ্মী টকিজ’ নামক একটি সিনেমার শুটিং শুরু করেন রাজপাল যাদব। তার শুটিং দেখতে ভিড় করেন স্থানীয়রা। শুটিং করতে করতে স্থানীয় ব্যাংক রোডের দিয়ে এগিয়ে যায় পুরো টিম। এ সময় স্কুটার চালাচ্ছিলেন রাজপাল। ওই সময় দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


এ সময় রাজপালের স্কুটারের ক্লাচের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। আহত শিক্ষার্থী কর্নেলগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। তবে ওই শিক্ষার্থী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি দাবি করেছেন পুলিশ কর্মকর্তা রাম মোহন রায়।

রাম মোহন বলেন, ‘অভিনেতা যে স্কুটি চালাচ্ছিলেন সেটি অনেক পুরোনো ছিল। ক্লাচের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিক্ষার্থীকে ধাক্কায় দেয়। তবে সেরকম কোনো আঘাত পায়নি ওই শিক্ষার্থী।’

তবে এ নিয়ে ক্ষুব্ধ ওই শিক্ষার্থী ও স্থানীয়রা। শুটিং ইউনিটের লোকজনের বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগ এনেছেন তারা। বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। জানা গেছে, এতে রাজপালের কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ রয়েছেন।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর