রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাহরুখপুত্র আরিয়ান কোন ধর্মের অনুসারী? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

শাহরুখপুত্র আরিয়ান কোন ধর্মের অনুসারী? 

বলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত শাহরুখ খান ও গৌরী। ধর্ম, সামাজিক অবস্থান— কোনোটাই বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের ভালোবাসায়। যদিও কিং খানের সঙ্গে এক ছাদের নিচে থাকলেও দুই ধর্ম পালন করেন দুইজন। প্রশ্ন আসা স্বাভাবিক শাহরুখের বড় ছেলে আরিয়ান খান কোন ধর্মের অনুসারী?

ভারতীয় সংবাদমাধ্যমকে একবার গৌরী বলেছিলেন, “আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।”

sk-20230408111316_20241124_133100626

এরপর বলেন, “আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই না, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।”

১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ-গৌরী। সে সময় শাহরুখ কিং খান হননি। শূন্য থেকে শুরু করেছিলেন দুজনে। আজ তিনি প্রতিষ্ঠিত। তাদের রয়েছে তিন সন্তানও। সব মিলিয়ে এখন সুখের সংসার তাদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর