ঢালিউড অভিনেত্রী পপি দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত। সম্প্রতি ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। চলতি বছরের শুরুতে পপির বিরুদ্ধে বাবার সম্পত্তি দখলের দায়ে জিডি করেছিলেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন। এরপরই নিরবতা ভেঙে প্রকাশ্যে এসেই পরিবারের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন একসময়ের জনপ্রিয় এ নায়িকা।
অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগের আগে বিভিন্ন অনুষ্ঠানে মায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে। তবে এখন মায়ের খোঁজ খবর রাখেন না পপি। অভিনেত্রীর মায়ের দেখাশোনা করেন পপির বোন পারভীনা। গত ২১ জুন অসুস্থ মাকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন পারভীনা।
বিজ্ঞাপন
এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে মা নানা রোগে ভুগছেন। এই ভালো, এই খারাপ। এভাবেই যাচ্ছে দিন। ডাক্তার রক্ত পরীক্ষা দিয়েছেন। সেটাই করতে এলাম। মা চিন্তায় চিন্তায় আরও অসুস্থ হয়ে যাচ্ছেন।’

চিন্তার কারণ জানতে চাইলে গণমাধ্যমকে পপির বোন বলেন, ‘সবই তো আপনারা জানেন। পপি আমাদের সম্পত্তি বেআইনিভাবে নিজের নামে করে নিয়েছেন। মাঝে খুলনা গিয়ে ঝামেলা করেছে। তার সঙ্গে আমাদের দীর্ঘ সময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। সবকিছু মিলিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণে অসুস্থতার অন্যতম একটি কারণ।’
বিজ্ঞাপন
পপির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম। তিনি বলেন, ‘পপি আমাদের কোনো খোঁজ খবর নেয় না। খোঁজ খবর তো দূরের কথা অনেক বছর ধরে আমার ভরণ-পোষণের দায়িত্বও পালন করে না। তা নিয়ে আমার আফসোস নেই। তবে অন্যায়ভাবে ভাই-বোনদের জমি নিজের নামে করে নিয়েছে।’

এর আগে মা এবং বোনের জমি দখলের অভিযোগ রীতিমতো অসত্য বলে দাবি করেন পপি। অভিনেত্রীর ভাষ্য, সিনেমা করেই তার যত আয়, এর বেশির ভাগই নিয়েছেন তার মা-বাবা, ভাইবোনেরা। তিনি এতটা অসহায় হয়ে পড়েন, যখন তার কয়েক কোটি টাকা সরিয়ে ফেলা হয়। এমনকি তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানান। একটা সময় এতো অসহায় হয়ে যান তার শরীর ছাড়া আর কিছুই ছিল না।
নিজেকে বাঁচাতে হাত ধরেন আদনান কামালের। তার খারাপ সময় স্বামীই শেষ আশ্রয় দিয়েছিল বলে জানান পপি। সেই সংসারেও অশান্তির চেষ্টা চালায় মায়ের পরিবার। তা নিয়েও আক্ষেপ করেন এই নায়িকা।
ইএইচ/

