রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হানিয়া আমিরের সিনেমার ওপর নিষেধাজ্ঞা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

হানিয়া আমিরের সিনেমার ওপর নিষেধাজ্ঞা 

সৌন্দর্য দিয়ে সীমারেখা ভেঙেছেন পাকিস্তানের তারকা হানিয়া আমির। গোটা উপমহাদেশে তার অগণিত ভক্ত। এবার তাদের জন্য মন খারাপ করা সংবাদ। কেননা নিষেধাজ্ঞার কবলে হানিয়ার সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

পহেলগাঁও কাণ্ডের পর সামাজিক মাধ্যমে নিষিদ্ধ করা হয় পাকিস্তানের শিল্পীদের। বলিউডের সিনেমাগুলোর পোস্টার থেকেও বাদ দেওয়া হয় তাদের মুখ। এদিকে ‘সর্দারজি ৩’ নামের একটি সিনেমায় কাজ করেছেন হানিয়া। তাকেও বাদ দেওয়ার দাবি তোলা হয়। কিন্তু বেশ কিছুদিন আগে ছবির কাজ শেষ হওয়ায় বাদ দেওয়া সম্ভব হয়নি। তবে তার কারণে ভারতে মুক্তি পাচ্ছে না ‘সর্দারজি ৩’। 

1750652243_hania

এরইমধ্যে ছবিটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। সেখানে রাখা হয়েছে হানিয়াকে। তবে ইউটিউবে তাকে দেখতে পাচ্ছেন না ভারতীয়রা। পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা ভেবে ছবিটি ভারতে মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দিলজিৎ। ছবিতে তিনি হানিয়ার সহশিল্পী। 

আগামী ২৭ জুন বিশ্বব্যাপী (ভারত ব্যতীত) মুক্তি পাচ্ছে ‘সর্দারজি ৩’। এতে হানিয়া-দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর