শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় শুটিং করতে গিয়ে তিশার সঙ্গে প্রেম হয়: ফারুকী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় শুটিং করতে গিয়ে তিশার সঙ্গে প্রেম হয়: ফারুকী

দাম্পত্য জীবনের প্রায় দেড় দশক একসঙ্গে পার করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ভালোবেসে বিয়ে করেছিলেন এ জুটি। দেশের পট পরিবর্তনের পর অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান মোস্তফা সরয়ার ফারুকী।

'মুজিব' সিনেমায় তিশার অভিনয় নিয়ে যা বললেন ফারুকী


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের কাজের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যের সময় উপদেষ্টা বলেন, ‘কুমিল্লায় নাটকের শুটিং করতে গিয়ে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে প্রেমের গভীরতা তৈরি হয়।’ 

475819514_1173509954136350_4163073193120240981_n

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে কুমিল্লায় জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের প্রেমের প্রসঙ্গেও কথা বলেন।  

ফারুকী উপদেষ্টা, উচ্ছ্বসিত তিশা


বিজ্ঞাপন


তিনি বলেন, “কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন আমি কুমিল্লায় বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম মানে আমি যাকে বিয়ে করেছি পরে, তিশা (নুসরাত ইমরোজ তিশা); আমার প্রেমের গভীরতা শুরু হয় কুমিল্লাতে। ‘ক্যারাম’ নামে একটি প্রডাকশন করতে এসে। কুমিল্লাতে যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি আছে তা নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে।”

এখানেই শেষ না উপদেষ্টা যোগ করেন, ‘কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, সেগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো।’

480369367_1184390289714983_5498404627053646043_n

বলে রাখা ভালো দীর্ঘদিন প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই নুসরাত ইমরোজ তিশাকে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে, নাম ইলহাম নুসরাত ফারুকী। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর