রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরমাল ডেলিভারির জন্য থাইল্যান্ডে গেলেন স্বাগতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

নরমাল ডেলিভারির জন্য থাইল্যান্ডে গেলেন স্বাগতা

গত বছরের শুরুতে যুক্তরাজ্য প্রবাসী ড. হাসান আজাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সনু স্বাগতা। বিয়ের এক বছর পেরতেই সুখবর দিলেন অভিনেত্রী। প্রথমবার সন্তানের মা-বাবা হচ্ছেন এ দম্পতি। বাচ্চাকে স্বাভাবিকভাবে জন্ম দিতে গত দুই মাস থাইল্যান্ডে অবস্থান করছেন স্বাগতা। 

দেশের চিকিৎসকরা তাকে সিজারিয়ান ডেলিভারির পরামর্শ দেন। চিকিৎসকদের নানা পরামর্শ ও ঝুঁকির কথা উপেক্ষা করে মানসিক দৃঢ়তা নিয়ে পাড়ি জমিয়েছেন থাইল্যান্ডে। সেখানে নরমাল ডেলিভারির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। 


বিজ্ঞাপন


থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণের বিষয়ে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।’

তিনি যোগ করেন, ‘সিজারিয়ান অপারেশনের পর অনেক মায়ের নানা জটিলতা দেখা দেয়। আমি শুরু থেকেই নরমাল ডেলিভারির বিষয়ে সচেতন ছিলাম। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, আমি চাই—আমার এই প্রচেষ্টা দেখে আরও অনেক নারী অনুপ্রাণিত হোন।’

তিনি জানান, বাচ্চা ও তার স্বাস্থ্য সব ঠিকঠাক আছে। আজ ডেলিভারি হতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর