শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবশেষে ভারতে আনা হচ্ছে কারিশমার প্রাক্তনের মরদেহ, শেষকৃত্য কবে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

অবশেষে ভারতে আনা হচ্ছে কারিশমার প্রাক্তনের মরদেহ, শেষকৃত্য কবে? 

আইনি জটিলতায় মৃত্যুর সাত দিনেও সৎকার হয়নি কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। অবশেষে জটিলতা কাটিয়ে ভারতে আনা হচ্ছে তার মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে লোধি রোডের শ্মশান ঘাটে সম্পন্ন হবে সঞ্জয়ের শেষকৃত্য। আগামী ২২ জুন দিল্লির একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হবে সঞ্জয়ের স্মৃতিতে একটি স্মরণসভা। সেই বিজ্ঞপ্তিতে রয়েছে সঞ্জয়ের মায়ের নাম। এছাড়াও রয়েছে তার বর্তমান স্ত্রী প্রিয়া ও সঞ্জয়ের সন্তানদের নামও। 


বিজ্ঞাপন


মৃতের পরিবার থেকে জানানো হয়েছে, এখনও পরিবারের হাতে এসে পৌঁছায়নি সঞ্জয়ের ময়না তদন্তের রিপোর্ট। সেসব হাতে আসার পর সম্পন্ন হবে সঞ্জয়ের শেষকৃত্য।

এদিকে প্রাক্তন সঞ্জয়ের মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন কারিশমা। সাদা সালোয়ার-কামিজে ধরা দিয়েছেন অভিনেত্রী। চোখে ছিল রোদ চশমা। নেই কোনো অতিরিক্ত সাজসজ্জা। দুই ছেলে-মেয়েসহ মুম্বাইয়ের বিমান বন্দরে দেখা গেছে তাকে। সঞ্জয়ের সৎকার অনুষ্ঠানে যোগ দিয়ে দিল্লী যাচ্ছেন তিনি। 

গত ১২ জুন লন্ডনে মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয়ের। পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর