বিচ্ছেদের পর সঞ্জয় কাপুর বিয়ে করলেও কারিশমায় যাননি ছাঁদনাতলায়। দুই সন্তান নিয়ে কাটাচ্ছেন জীবন। কেন অভিনেত্রীর এই সিদ্ধান্ত? প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যুর পর প্রশ্নটি মাথাচাড়া দিয়েছে। এর আগেও যে উঁকি দেয়নি তা ন। তবে কখনও মুখ খোলেননি অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের পর আর অন্য পুরুষের সঙ্গে জড়াননি কারিশমা। এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তবে মুখ খলেননি।
একবার এক অনুরাগী জানতে চেয়েছিলেন, তিনি দ্বিতীয় বিয়ে করতে চান? উত্তরে হ্যাঁ বা না কিছুই বলেননি কারিশমা। শুধু একটি ইমোজি ভাগ করে নিয়েছিলেন। সঙ্গে লিখেছিলেন, “পরিস্থিতির ওপর নির্ভর করছে।” তাই দেখে ভক্তরা আন্দাজ করেছিলেন, দ্বিতীয় বিয়ে নিয়ে নিশ্চয়ই সংশয়ে রয়েছেন অভিনেত্রী।

তবে সঞ্জয়ের আগে অন্য একজনের সঙ্গে বাগদান হয়েছিল কারিশমার। তিনি অভিষেক বচ্চন। জুনিয়র বচ্চনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কারিশমা। তবে সে বাগদান বিয়েতে গড়ায়নি।
২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। তাদের এক পুত্র সন্তান রয়েছে।

