কোরবানি ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্তকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালাত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এ আদেশ দেন।
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃতরা হলেন ইউটিউবার টিপু সুলতান, অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।
বিজ্ঞাপন
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এ মামলায় অভিযুক্তদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অপর দিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি পর্যালোচনা করে জানা গেছে, আসামি টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি ভিডিও ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল গত ১৬ জুন রাজধানীর বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন।
বলে রাখা ভালো, মঙ্গলবার (১৭ জুন) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মো. টিপু সুলতানকে মোহাম্মাদীয়া হোটেলের পাশ থেকে আটক করা হয়।
ইএইচ/

