ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। সম্প্রতি টাঙ্গাইলের গফরগাঁওয়ের মিসকিন মাজারের গাব গাছতলায় মাটির ওপর মাদুর পেতে গামছা পরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় পর থেকে তার মানসিক সুস্থতা নিয়ে নানা প্রশ্ন ওঠে।
বর্তমানে অভিনেতা সমু চৌধুরী যশোর শহরের বেজপাড়া বাড়িতে মায়ের কাছে রয়েছেন। পরিবারে সদস্যরা বলছেন, ‘সমু চৌধুরী মাজারভক্ত। কাজ না থাকলে প্রায় সময় তিনি মাজারে যান। এবার ঈদ কাটিয়েছেন যশোরে, মায়ের সঙ্গে। ঈদের ছুটি শেষে গত মঙ্গলবার যশোর থেকে ঢাকার মিরপুরের বাসায় ফেরেন তিনি। পরদিন পরিচিত একজনের সঙ্গে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে যান, এক কাপড়ে। তিনি অভিনেতা হলেও সাদামাটা জীবনে অভ্যস্ত। তারা আরও বলেন, সমু চৌধুরী মাজারভক্ত। মাজারে তিনি প্রশান্তি খুঁজে পান।’
অভিনেতার দুইজন নিকট ‘আত্মীয়’ বলেন ভিন্ন কথা। তারা বলেন, ‘সমু চৌধুরী মাজারভক্ত এটা ঠিক। তিনি মাঝে মাঝে দেশের বিভিন্ন মাজারে যান। আসলে সমু চৌধুরী মানসিক ভাবে অসুস্থ।’
তারা আরও জানান, গফরগাঁওয়ের মিসকিন মাজারের মতো ঘটনা আরও একবার ঘটেছে। সেবারও বাড়ি থেকে চলে যান। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অভিনেতা এখনও সিঙ্গেল! তার একাকিত্ব জীবনে নিয়ে হয়তো হতাশ তিনি।
এদিকে প্রতিবেশীরা বলছেন, সমু চৌধুরী প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে যান। কখন বাড়িতে ফেরেন তা নির্দিষ্ট না। তবে তাকে দেখে অনেক অসুস্থা এটা বুঝা যায়।
সমু চৌধুরী নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি ছাত্রজীবনে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গেও কাজ করেছেন।
১৯৯০ সালে আতিকুল হক চৌধুরীর ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মধ্য দিয়ে তার টিভি নাটকে যাত্রা শুরু হয়। এছাড়াও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মাঝে তিনি অভিমান করে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন এবং যশোরে নিজ বাড়িতে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন।
প্রতিনিধি/এসএস