সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরে মায়ের কাছে ফিরলেন সমু চৌধুরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

যশোরে মায়ের কাছে ফিরলেন সমু চৌধুরী

‎ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর জীর্ণশীর্ণ অবস্থায় একটি ছবি সামাজিক মাধ্যমেবছড়িয়ে পড়তে মুহূর্তেই তা ভাইরাল হয় যায়। ওই ছবিতে দেখে যায় একটি গাছের নিচে গামছা পরা অবস্থায় ঘুমাচ্ছে। ছবিটি দেখে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিনেতাকে উদ্দ্বার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

‎গতকাল বৃহস্পতিবার রাতেই পরিবারের সঙ্গে ঢাকাই ফেরেন অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ। ঢাকা থেকে যশোরে মায়ের কাছে গেছেন সমু চৌধুরী।

দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরেই যেন সব গুঞ্জন, বিভ্রান্তি ও ক্লান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পান এই প্রিয় অভিনেতা। শুক্রবার সকালেই তিনি যশোরে পৌঁছান বলে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 


বিজ্ঞাপন


এদিকে গামছা পরার বিষয়ে কথা বলেছেন অভিনেতা। তিনি বলেন, ‘গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মুখী শাহ্ মিসকিন মাজারের সারারাত মাজারে ধ্যানে ছিলেন। বৃহস্পতিবার ভোরে মাজারের পাশ দিয়ে বয়ে চলা ব্রক্ষপুত্র নদে গোসল করেছি। বাড়িতে থেকে আমি এক কাপড়েই এসেছিলাম। অতিরিক্ত কাপড় না থাকায় গামছা পরে শুয়ে ছিলাম। এর মধ্যে কে বা কারা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়।’

অভিনেতার জীর্ণশীর্ণ ছবি দেখে অনুরাগী ও শুভাকাঙ্খীরা মনে কষ্ট পেয়েছেন। সামাজিক মাধ্যমে অভিনেতাকে নিয়ে গুজব ছড়ানোর বিষয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, একজন শিল্পীকে ঘিরে এমন বিভ্রান্তি ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। ভবিষ্যতে গুজব থেকে বিরত থাকতে গণমাধ্যম ও জনসাধারণকে অনুরোধ জানানো হয়। একইসাথে সমু চৌধুরীর সুস্থতা এবং শিল্পে তাঁর আরও দীপ্ত পথচলার কামনা করা হয়েছে।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর