রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নায়িকা হতে চাইলে কুপ্রস্তাব মানতেই হবে— মুখ খুললেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

নায়িকা হতে চাইলে কুপ্রস্তাব মানতেই হবে— মুখ খুললেন অভিনেত্রী 

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের। বিষয়টি নিয়ে আলোচনায় ‘দঙ্গল’ সিনেমার নায়িকা ফাতিমা সানা শেখ।

গুঞ্জন উঠেছে, ফাতিমার কথায়, দক্ষিণী সিনেমার নায়িকা হতে চাইলে কাস্টিং কাউচ মেনে নিতে হবে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সাফ জানিয়েছেন, এরকম কথা তিনি বলেননি।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি মানেই কাস্টিং কাউচ নয়। আমি একটা নির্দিষ্ট ঘটনার কথা বলেছিলাম, কিন্তু সেটাকে পুরো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বলে ছড়িয়ে দেওয়া হয়েছে।’

79bddb58-ad98-4fc5-b0b5-6e1852869929

ওই সাক্ষাৎকারে ফাতিমা আরও বলেন, ‘এই ভুল ধারণাটা দূর করতে চাই। আমি একটি বিশেষ ঘটনার কথা বলেছিলাম। আর সেটাই ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে দেখানো হয়েছে যেন গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিই এরকম। যেটা সম্পূর্ণ বাজে কথা! আমি সেই পরিস্থিতি সামলে উঠে গেছি, এগিয়ে গেছি।’

তার কথায়, ‘এই ধরনের হয়রানি, পরিস্থিতি প্রায় সব মেয়েকেই কোনো না কোনোভাবে মুখোমুখি হতে হয়। একজন মহিলা রাস্তায় হেঁটে গেলেও কেউ তাকে হয়রানি করতে পারে, কটূক্তি করতে পারে। এটা একটা সার্বজনীন বাস্তবতা, কেবল ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আমার বক্তব্য নিয়ে এত হইচই করার কিছু ছিল না।’

Fatima-Sana-Sheikh

‘দঙ্গল’ সিনেমায় আমির খানের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল ফাতিমাকে। তবে পর্দার বাইরে তাদের নিয়ে ছিল প্রেমের গুঞ্জন। যদদিও প্রেমিকাকে সামনে আনায় ফাতিমার সঙ্গে সম্পর্কের গুঞ্জন আপনা আপনিই থেমে যায়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর