শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মান্নার সাথে তুলনা, যা বললেন শরিফুল রাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

মান্নার সাথে তুলনা, যা বললেন শরিফুল রাজ

ঢালিউড অভিনেতা শরিফুল রাজের ৮ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। নতুন নতুন চরিত্রে অভিনয় দিয়ে নিজেকে এগিয়ে নিচ্ছেন এ অভিনেতা। সফলও হচ্ছেন তাতে। এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছেন রাজের ‘ইনসাফ’ সিনেমা। যেখানে ভয়ংকর অবতার রূপে দেখে গেছে অভিনেতাকে।

নির্মাতা সঞ্জয় সমদ্দারের নির্দেশনায় রাজের সাথে জুটি বেঁধেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পর্দায় রাজের অভিনয় প্রশংসার দাবিদার। ‘ইনসাফ’ সিনেমার অভিনয় দেখে অনেক দর্শক রাজকে প্রয়াত সুপারস্টার অভিনেতা মান্নার সঙ্গে তুলনা করছেন।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে রাজ বলেন, ‘মান্না  বড় একজন তারকা। উনি শুধু নায়ক ছিলেন না, গণমানুষের নায়ক ছিলেন। সে সুপারস্টার অভিনেতা। ওনাকে নিয়ে কথা বলার দুঃসাহস আমার নেই। আমি নিজেও মান্না ভাইয়ের ভক্ত। তবে দর্শকরা যেটা বলছে সেটা আমার জন্য দারুণ ব্যাপার। দর্শকরা আমাকে একজন তারকার সাথে কানেক্ট করতে পারছে। এটা আমার কৃতিত্ব না। পুরো কৃতিত্ব নির্মাতা সঞ্জয় সমদ্দার দাদার।’

504023700_1354337983136692_4278422271409001270_n

অভিনেতা যোগ করেন, ‘‘ইনসাফ’ আসলে অ্যাকশন ভিত্তিক সিনেমা না। এ সিনেমায় দেশের দুর্নীতি নিয়ে কথা বলেছেন নির্মাতা। এছাড়া দেশের চিকিৎসা খাতের দুর্নীতি নিয়েও কথা বলেছেন। সঞ্জয় সমদ্দার ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে দর্শকদের গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আমার মধ্যে প্রতিবাদী ব্যাপারটা সঞ্জয় সমদ্দার দাদার থেকে এসেছে। প্রতিবাদের বিষয়টা আমি শুধু নিজের মধ্যে ধারন করি।’’   


বিজ্ঞাপন


শরিফুল রাজ আরও বলেন, ‘আমি বরাবরই বলে আসছি পরিচালকদের অনেক ধন্যবাদ। এ পর্যন্ত যারাই আমাকে কাস্ট করেছেন। যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন, আমি তাদেরকে সার্ভিসটা দিতে চাই। একজন অভিনেতা হিসেবে এটা আমার কাজ। আমি নিয়মিতই সিনেমাতে কাজ করে যেতে চাই।’  

483631121_1280691153834709_2192027056716028047_n

সবশেষে তিনি বলেন, ‘আমি চাইব আমার ছবি ব্যবসা সফল হোক। কারণ প্রযোজক যদি টাকাগুলো পায় তাহলে আরও একটা সিনেমা বানাতে পারবে। আমি চাই যে সিনেমার সাথেই যুক্ত হয় না কেন। যাদের জন্য সিনেমা করি তারা মন উজাড় করে সিনেমাটি দেখতে আসুক। সিনেমা দেখের পর দর্শকরা যে উপভোগটা করে। তাদের জন্য অভিনয়টা করে যেতে চাই।’ 

ইনসাফ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস৷ শরিফুল-ফারিণ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।  

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর