রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অন্তঃসত্ত্বা কিয়ারাকে বিশেষ উপহার দিলেন রাম চরণের স্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১১:২৭ এএম

শেয়ার করুন:

অন্তঃসত্ত্বা কিয়ারাকে বিশেষ উপহার দিলেন রাম চরণের স্ত্রী

সংসারে খুশির ফোয়ারা ছুটছে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার। কেননা প্রথমবারের মতো মা-বাবা হতে চলেছেন এই বলিউড তারকা দম্পতি। অন্তঃসত্ত্বার খবরে খুশির আমেজ বিরাজ করছে অনুরাগী ও শুভাকাঙ্খীদের মনে। 

অন্তঃসত্ত্বার খবরে অভিনেত্রীকে অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসা পাঠাচ্ছেন। এবার কিয়ারার জন্য নিজের হাতে তৈরি আমের আচার পাঠিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী। তারকা দম্পতি উপহার পেয়ে ধন্যবাদ জানাতে ভোলেননি কিয়ারা। 


বিজ্ঞাপন


গতকাল শনিবার (১৪ জুন) অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে দুইটি আচারের বক্স। তারকা দম্পতিকে ধন্যবাদ জানিয়ে সিদ্ধার্থ পত্নী লিখেছেন, ‘ধন্যবাদ আমার প্রিয় উপাসনা ও রাম চরণকে।’  

Goulashing_in_Eastern_Europe_(17)

রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ ছবিতে দেখা গিয়েছিল কিয়ারা আদভানি। এই ছবিতে শুটিং চলাকালীন কিয়ারা ও রাম চরণের স্ত্রীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের সুবাদে অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে উপহার দিয়েছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ ও তার স্ত্রী। 


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। প্রযোজনা করেছে যশরাজ প্রোডাকশন।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর