শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জলে ভেসে গেল রামচরণের শুটিং সেট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১২:০২ পিএম

শেয়ার করুন:

জলে ভেসে গেল রামচরণের শুটিং সেট

দক্ষিণী চলচ্চিত্র অভিনেতা রামচরণের ছবির শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা। শুটিং সেটে পানির ট্যাংক ফেটে হঠাৎ-ই বন্যার কবলে ক্রু সদস্যরা। ছবির চিত্রগ্রাহকসহ অনেকেই আহত হয়েছেন। রামচরণ প্রযোজিত সিনেমা, ‘দ্য ইন্ডিয়া হাউস’-এর সেটে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

জানা গেছে, ভারতের হায়দ্রাবাদের শামশাবাদ এলাকায় শুটিং চলছিল। শুটিং চলাকালীন পানির ট্যাংক ফেটে তীব্র জলস্রোত সৃষ্টি হয়। এ সময় ‘দ্য ইন্ডিয়া হাউস’-এর সহকারী চিত্রগ্রাহক এবং বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন। 


বিজ্ঞাপন


সমুদ্রের দৃশ্য ধারণের জন্য একটি বিশাল আকৃতির পানির ট্যাংক শুটিং সেটে বসানো হয়েছিল। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। শুটিং চলাকালীনই হঠাৎ ফেটে যায় পানির ট্যাংটি, তখনই আকস্মিক বন্যার মতো পরিস্থিতির তৈরি হয়। যার ফলে পুরো শুটিং ফ্লোর জলে ভেসে যায়।  

শুটিং সেটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ক্রু সদস্যরা শুটিংয়ের সরঞ্জামগুলিকে জলের স্রোত থেকে রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু ততক্ষনে পুরো এলাকাটি হাজার হাজার লিটার পানিতে ডুবে গেছে। আহতদের হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দক্ষিণী সুপারস্টার রামচরণ প্রযোজিত ‘দ্য ইন্ডিয়া হাউস’ স্বাধীনতা-পূর্ব ভারতের একটি বহুল প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা। ছবিটিতে দেখা যাবে নিখিল সিদ্ধার্থ এবং বলিউড অভিনেতা সাই মাঞ্জরেকরকে। পরিচালনা করছেন রাম বংশী কৃষ্ণ। 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর