মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রামচরণের মেয়েকে সোনার দোলনা দিলেন মুকেশ আম্বানি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ১০:৩১ এএম

শেয়ার করুন:

রামচরণের মেয়েকে সোনার দোলনা দিলেন মুকেশ আম্বানি

বিয়ের ১১ বছর পর সন্তান-সুখ পেয়েছেন রামচরণ। অনুরাগীদের পাশাপাশি তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। পাঠিয়েছেন উপহার। এই তালিকায় রয়েছেন মুকেশ আম্বানিও। রামচরণ ও উপাসনার ছোট্ট মেয়ের জন্য তিনি একটি আস্ত সোনার দোলনা পাঠিয়েছেন। যার মূল্য জানলে চমকে উঠবেন।

তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে তিনি। সারা বিশ্বে তার সুখ্যাতি। সেই রামচরণের মেয়েকেই নাকি এক কোটি রুপি মূল্যের সোনার দোলনা পাঠিয়েছেন মুকেশ ও নীতা আম্বানি।


বিজ্ঞাপন


রামচরণের ঘরে নতুন সদস্যের আগমন হয় গত ২০ জুন। ফুটফুটে কন্যাসন্তানের বাবা হন দক্ষিণি তারকা। এর আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন রামচরণ। জানিয়েছিলেন, বিয়ের ১১ বছর পর সন্তানের পরিকল্পনাটা একেবারেই তাদের দুজনের সিদ্ধান্ত। সঙ্গে উপাসনা জানিয়েছিলেন, সন্তান জন্ম নেওয়ার পর রামচরণের পৈতৃক বাড়িতেই ফিরে যাবেন তারা।

সেখানেই রামচরণের মেয়ের নামকরণের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের ছবি শেয়ার করে চিরঞ্জীবী নাতনির নাম জানান। ক্লিন কারা কোনিদেলা নাম রাখা হয়েছে রামচরণ ও উপাসনার মেয়ের। এই নাম ‘ললিতা সহস্রনাম’ থেকে নেওয়া হয়েছে। যা কিনা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মন পবিত্র করার কথা বলে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর