রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিজের যে গান একা শোনার পরামর্শ দিলেন জেফার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১১:৩১ এএম

শেয়ার করুন:

নিজের যে গান একা শোনার পরামর্শ দিলেন জেফার 

শুরুটা ইংরেজি গান দিয়ে হলেও বাংলা গানে শ্রোতাদের মন জয় করেছেন জেফার রহমান। তার গাওয়া অনেক গান-ই এখন মুখে মুখে ফেরে। এরমধ্যে একটি গান একা শুনতে বললেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।

অভিনয়টা মানুষ যত সহজ ভাবে ততটা না: জেফার

গেল রোজার ঈদে ‘দাগি’ সিনেমায় ‘নিয়ে যাবে কি’ নামের একটি গানে কণ্ঠ দেন জেফার। ছবি মুক্তির পরপরই গানটি শ্রোতাপ্রিয়তা পায়। এ গান-ই একা শোনার পরামর্শ দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন গায়িকা।

472969005_18478094476018016_1325041570830993260_n

নিজের ফেসবুকে জেফার লিখেছেন, ‘‘ফিল্ম ‘দাগি’তে আমার গান ‘নিয়ে যাবে কি’-এর অনেক প্রশংসা পাচ্ছি, যাদের ভালো লেগেছে তারা বলছে আমার বেস্ট গান। শুনে অনেক ভালো লাগছে যেহেতু গানটা আমার সুর করা এবং গাওয়া।’’

এরপর গায়িকা লেখেন, ‘আবার অনেকে বলছে এত ভালো একটা গানের আরও হাইপ হওয়া উচিত, এই গানের হাইপ লাগবে না। এটা আমি বানিয়েছি একা একা শোনার জন্য। এই গানটা একা শুনবেন।’

504006465_10171563557070147_2782636140153856280_n

এবার ঈদে জেফার কণ্ঠ দিয়েছেন ‘লিচুর বাগানে’ গানে। ‘তাণ্ডব’ সিনেমায় গানটির সঙ্গে জমে উঠেছে শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন। এ গানে জেফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর