বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

তিন বছর পর আফজাল-মৌ জুটির ‘কোন একদিন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

তিন বছর পর আফজাল-মৌ  জুটির ‘কোন একদিনে’

তিন বছর পর আবারও ছোটপর্দায় জুটি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ‘কোন একদিন’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এ জুটিকে সর্বশেষ ২০২২ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটকে দেখা যায়। 

শাকিবের 'তাণ্ডব'-এ থাকছেন আফজাল হোসেন


বিজ্ঞাপন


দীর্ঘদিন পর ফের একই নির্মাতার নাটকে অভিনয় করলেন তারা। ফারিয়া হোসেনের গল্পে নির্মিত হয়েছে ‘কোন একদিন’নাটকটি। বৃহস্পতিবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে আসবে।

গল্পে দেখা যাবে-পারভেজ আহমেদ (আফজাল হোসেন) দেশের একজন নামকরা ব্যবসায়ী। কিছুদিন আগে তার ব্লাড ক্যানসার অর্থাৎ লিউকোমিয়া ধরা পড়েছে। প্রচন্ড মনের জোরে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং বাসায় থেকে ব্যবসা দেখছেন। এদিকে তার ব্যবসার কাজে সহযোগিতার জন্য নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

Messenger_creation_CE58B231-3AAE-4677-A398-DB388FBC4EBC

ইন্টাভিউতে সূর্য নামের একজন তরুণ আসেন। তার বায়োডাটা দেখে চমকে ওঠেন পারভেজ আহমেদ। কিন্তু কেন? এমনই এক গল্পে নাটকটি এগিয়ে যায় বলে জানান নির্মাতা।


বিজ্ঞাপন


অনলাইনে প্রতারণার শিকার অভিনেতা আফজাল হোসেন

পরিচালক চয়নিকা চৌধুরী, ‘ভিউয়ের যুগে এখন অনেক প্রযোজক এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহী হয় না। সে ক্ষেত্রে প্রযোজক জামাল হোসেন ভাই আমাকে এ কাজটি করার জন্য সহযোগীতা করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞ। এ নাটকটির গল্প দর্শকের চোখ ভেজাবে বলতে পারি। যারা সুন্দর গল্পের নাটক দেখতে পছন্দ করেন তাদের নাটকটি ভালো লাগবে।’

 প্রযোজক জামাল হোসেন বলেন, ‘অনেকদিন ধরে আফজাল ভাই ও সাদিয়া ইসলাম মৌকে নিয়ে একটা নাটক করার স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এল চয়নিকা চৌধুরী। আমি সব সময় ভিউয়ের চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দিই। এ নাটকেও দর্শক সুন্দর একটি গল্প দেখতে পাবে ।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর