বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

১৪ ঘণ্টায় মিলিয়ন দর্শক পেল ‘ক্ষতিপূরণ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

১৪ ঘন্টায় মিলিয়ন দর্শক পেল ‘ক্ষতিপূরণ’

ঈদে বিনোদনের অন্যতম মাধ্যম নাটক। ঈদুল আজহাকে ঘিরে সাতদিন ব্যাপী ঈদ আয়োজনে প্রচারিত হচ্ছে জনপ্রিয় তারকাদের অভিনীত নাটক। এরইমধ্যে ‘ক্ষতিপূরণ’ নাটকটি দর্শকদের মন কেড়েছে। মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন ঘর ছুঁয়েছে ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী অভিনীত নাটকটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি ১১ লাখ ৪৮ হাজারের বেশিবার দেখা হয়েছে। 

এ নাটকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মালাইকা। অন্যদিকে ইয়াশ রোহান অভিনয় করেছেন উপকারী ব্যক্তির চরিত্রে। বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করতে ভালোবাসেন তিনি। গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্য চিকিৎসা করেন। শ্রেণি-বর্ণ নির্বিশেষে সকলকে সাহায্য করেন। কিন্তু গোপন রাখেন তার আসল পরিচয়। একেকজনের কাছে একেক নামে পরিচিত হন। ইয়াশের আসল পরিচয় বের করতে পিছু নেন শিরিনরূপী মালাইকা । এভাবেই এগিয়ে চলে গল্প। 

505986385_1573680890605720_1464847331251480071_n

‘ক্ষতিপূরণ’ নাটকের গল্পে মুগ্ধ নেটিজেনরা। মন্তব্যের ঘরে ইয়াশ ও মালাইকা জুটিকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, ‘নাটকটি দেখেছি এবং সত্যিই মুগ্ধ হয়েছি। এটি একটি হৃদয়স্পর্শী নাটক যা সমাজের বাস্তবতাকে অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরেছে।’ অন্য একজন লিখেছেন, ‘মালাইকা ও ইয়াশ এর অভিনয় মনোমুগ্ধকর, খুব সুন্দর নাটক।’

‘ক্ষতিপূরণ’ নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। রবিউল ইসলাম জীবনের কথায় ‘লিখেছি তোমার নাম’ গানটি সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। 

তারকাবহুল নাটকে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল প্রমুখ।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর