আর মাত্র কয়েকদিনের দুরত্বে ঈদুল ফিতর। পাওয়া যাচ্ছে উৎসবের আঁচ। এরইমধ্যে প্রস্তুত বিনোদন অঙ্গন। নাটক সিনেমা গানসহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের তোড়জোড় চলছে। ঈদে দর্শকের বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন। বিষয়টি মাথায় রেখে মাছরাঙা টেলিভশন আয়োজন করেছে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার।
এ আয়োজনে থাকছে ২০টি একক নাটক, ৮টি টেলিফিল্ম ও ২টি ধারাবাহিক নাটক। এই সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতাদের একাধিক নাটক প্রচার করবে চ্যানেলটি।
বিজ্ঞাপন
বিকাল ৫:১০, রাত ৮টা ও ১০:২০ মিনিটে প্রচার হবে নাটকগুলো। টেলিফিল্ম প্রচার হবে রাত ১১.৩০ মিনিটে। আর সাত পর্বের দু’টি ধারাবাহিক নাটক প্রচার হবে সন্ধ্যা ৭:২০ এবং রাত ৯:১০ মিনিটে।
উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে মুশফিক ফারহান-কেয়া পায়েল অভিনীত ‘বাজি’, মুশফিক ফারহান-সাফা কবির অভিনীত ‘হাউকাউ’, নিলয়-হিমি অভিনীত ‘ব্রেক আপ থেকে শুরু’, অপূর্ব-সাবিলা নূর অভিনীত ‘ভুল সবই ভুল’, ইয়াশ রোহান-তানজিন তিশা অভিনীত ‘কিসমত’, মোশাররফ করিম-সালহা নাদিয়া অভিনীত ‘বেকার বারেক’, তৌসিফ-কেয়া পায়েল অভিনীত ‘বজরা’, জোভান-তটিনী অভিনীত ‘হৃদয়ের এক কোনে’, খায়রুল বাসার-সামিরা খান মাহি অভিনীত ‘ইন্দ্রজাল’, জোভান-কেয়া পায়েল অভিনীত ‘তুমি যাকে ভালোবাসো’।
বিজ্ঞাপন
এছাড়া রয়েছে নিলয়-তানিয়া বৃষ্টি অভিনীত ‘শো অফ’, জোভান-তটিনী অভিনীত ‘ফিরে দেখা’ প্রভৃতি। টেলিফিল্মের মধ্যে রয়েছে মুশফিক ফারহান-ফারিণ খান অভিনীত ‘লাভ ইউ টিচার’, মুশফিক ফারহান-সাদিয়া আয়মান অভিনীত ‘লাইজু’, তৌসিফ-তটিনী অভিনীত ‘মন দিওয়ানা’, ইয়াশ রোহান-তটিনী অভিনীত ‘কী মায়ায় জড়ালে’, ইয়াশ রোহান-নাজনীন নিহা অভিনীত ‘অবুঝ প্রেম’ প্রভৃতি।
ধারাবাহিক দুটির মধ্যে একটি হলো সহিদ-উন নবীর পরিচালনায় ‘বিয়ের জ্বালা’। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম, সাদিয়া তানজিন প্রমুখ। অন্য ধারাবাহিকটি হলো সকাল আহমেদ পরিচালিত ‘মধুমালা’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, শাহনাজ খুশিসহ আরও অনেকে।