অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে দর্শককে মুগ্ধ করেছেন টলিউড তারকা মিমি চক্রবর্তী। এবার জানা গেল শুধু অভিনয়ে না জুস বানাতেও পারদর্শী তিনি। থাইল্যান্ডে বসে সে খবরই সামাজিক মাধ্যমে দিলেন মিমি।
ইনস্টাগ্রামে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, নিজের হাতে জুস বানাচ্ছেন মিমি। তাকে সাহায্য করছেন থাইল্যান্ডেরই রেস্তরাঁর দুই কর্মী। খোশমেজাজে তাদের সঙ্গে গল্প করছেন মিমি আর মনের আনন্দে বানাচ্ছেন বিদেশে তার পছন্দের জুস। শুধু তাই নয়, তা তৈরি করে গ্লাসে ভরে নিয়েও গেলেন অভিনেত্রী। কিন্তু কার জন্য এত আয়োজন? তা অবশ্য খোলসা করেননি তিনি।
এদিকে মিমি বর্তমানে ব্যস্ত ‘রক্তবীজ-২’ ছবির শুটিংয়ে। মূলত সে কারণে উড়ে গেছেন থাইল্যান্ডে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেই শুটিংয়ের ফাঁকে নায়িকাকে আম, বেদানাসহ আরও বেশকিছু ফল দিয়ে নিজের হাতে বিদেশি জুস বানাতে।
ব্যবসায়ীকভাবে সফল ‘রক্তবীজ’-এর সিক্যুয়েলের শুটিংয়ে যে মিমি বেশ ফুরফুরে মেজাজে আছেন জুস বানানোর ভিডিওই তার প্রমাণ। প্রথম অধ্যায়ে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অঙ্কুশ হাজরাকে। তবে এবার কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।