রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী

হলিউডে ফের মি-টু ঝড়। এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন জনপ্রিয় অভিনেত্রী ব্রুক শিল্ডস। তার জীবনের আলোকে নির্মিত একটি প্রামণ্যচিত্রে এমনটাই জানিয়েছেন তিনি। যদিও অভিযুক্তর নাম প্রকাশ করেননি ৫৭ বছর বয়সী এ অভিনেত্রী।

ছোটবেলাতেই অভিনয়ের হাতেখড়ি হয় ব্রুক শিল্ডসের। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘প্রিটি বেবি’ সিনেমায় নাবালিকা যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। তখন তিনি স্কুলে পড়তেন। কলেজ পাশের পর ধর্ষণের শিকার হন।


বিজ্ঞাপন


ব্রুক জানান, কলেজ থেকে পাশ করার পর ভালো সিনেমায় কাজ করতে চাইছিলেন তিনি। সেই সময়ই ওই নারীর সঙ্গে আলাপ হয়।

Brook

অডিশনের অজুহাতে অভিযুক্ত ব্রুককে হোটেলে ডেকেছিলেন। অভিনেত্রীর তখন বিন্দুমাত্র সন্দেহ হয়নি। অভিযোগ হোটেল ঘরে ব্রুককে বসিয়ে রেখে ওই ব্যক্তি শৌচালয়ে যান। সেখান থেকে উলঙ্গ অবস্থায় বেরিয়ে এসে ব্রুকের ওপর ঝাঁপিয়ে পড়েন। ব্রুক জানান, তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করার সাহসটুকু ছিল না। সেই সময় হয়তো দমবন্ধ হয়ে মরেও যেতে পারতেন।

অভিনেত্রী আরও জানান, সেই সময় তিনি বুঝতে পারেননি তার সঙ্গে কী ঘটে গিয়েছে। বাড়ি এসে এক বন্ধুকে ফোন করেন। তখন বুঝতে পারেন ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু আজ পর্যন্ত এই ঘটনা কাউকে বলে উঠতে পারেননি। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে জীবনের এই ভয়ংকর অভিজ্ঞতা সকলকে জানাতে চেয়েছিলেন ব্রুক। সেই কারণেই তথ্যচিত্র মন খুলে সমস্ত বিষয় জানিয়েছেন।


বিজ্ঞাপন


বিষয়টি প্রকাশ্যে আসতেই হলিউডে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা বিশ্বজুড়ে তৈরি হওয়া ‘মি-টু’ ঝড় তথা একাধিক অভিনেত্রীকে যৌন নিগ্রহে সাজাপ্রাপ্ত হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনের স্মৃতি ফিরিয়ে এনেছে।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর