শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুরুতর অসুস্থ ‘বিগ বস’ জয়ী অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

গুরুতর অসুস্থ ‘বিগ বস’ জয়ী জনপ্রিয় অভিনেত্রী

জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ৩-এর বিজয়ী ও টেলিভিশন অভিনেত্রী সানা মকবুল গুরুতর অসুস্থ। এখন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু চিকিৎসক আশনা কাঞ্চওয়ালা অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। 

গত শনিবার (৭ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। পোস্টের ক্যাপশনে আশনা লিখেছেন, ‘সানা গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।   

small-1722666783

অভিনেত্রীর বন্ধু যোগ করেছেন, ‘আমার বন্ধু এখন কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। এই কঠিন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পেরেছ, এইজন্য তোমার ওপর গর্বিত। ইনশাআল্লাহ, তুমি এই পরিস্থিতির সঙ্গে লড়াই করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আল্লাহ সবসময় তোমার সঙ্গে রয়েছেন। আমিও সবসময় তোমার পাশে আছি। শিগগিরই সুস্থ হও আমার ভালোবাসা।’ 

তবে অভিনেত্রীর ঠিক কী হয়েছে তা জানা যায়নি। গত মার্চ মাসে, সানা অটোইমিউন হেপাটাইটিস রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। এটি একটি লিভার রোগ। যা ২০২০ সালে অভিনেত্রীর শরীরে ধরা পড়েছিল। 

Sana-Makbul-Hospital

চলতি বছর জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং-এর পডকাস্টে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেছিলেন। সানার কথায়, ‘স্বাস্থ্যগত কারণে আমি এখন নিরামিষাশী। অনেক মানুষ জানেন না যে আমি একজন অটোইমিউন হেপাটাইটিস রোগী। আমার লিভারের রোগ আছে। এটি ২০২০ সালে ধরা পড়েছিল। এই রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই। এটি, আমার শরীরের কোষগুলোতে আক্রমণ করছে। আমার কিডনিতেও আঘাত করেছে।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর