সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সব কিছুই খুব যত্নে রেখেছি, শুধু রাখতে পারলাম না তোমাকে: আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

সব কিছুই খুব যত্নে রেখেছি, শুধু রাখতে পারলাম না তোমাকে: শুভ

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঈদুল আজহা। ঈদের দিন সবার চোখে আনন্দ, মুখে হাসি। কিন্তু কিছু মানুষের আনন্দের আড়ালে লুকানো থাকে শূন্যতা। শূন্যতা তৈরি হয় প্রিয় মানুষের মৃত্যুতে। 

যিনি মারা যান সে কখনও ফিরে আসেন না। কিন্তু থেকে যায় হাজার স্মৃতি। একজন সন্তানের কাছে তার প্রিয় মানুষটি হলো মা। ইদের দিনকে ঘিরে সবাই যখন আনন্দে মেতেছেন তখন হারিয়ে ফেলা মানুষটির কথা মনে পড়তেই সন্তানের চোখে পানি। চলতি বছরের শুরুতে মাকে হারিয়াছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ঈদুল আজহার দিনে মায়ের কথা স্মরণ করে একা কাঁদলেন এ অভিনেতা। 


বিজ্ঞাপন


আজ শনিবার (৭ জুন) সামাজিক মাধ্যমে শৈশবে মায়ের সঙ্গে ঈদের স্মৃতি ভাগ করে নিয়েছেন। ওই পোস্টে দেখা গেছে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে মাথায় ছাতা ধরে আছেন।

504903441_1277955383697197_6931842509846674434_n_20250607_172433551

ছবটি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ আমার ঈদের জামার কাপড়টা? আমার গলার চেইন খেয়াল করেছিলে?’


বিজ্ঞাপন


এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা। শুধু রাখতে পারলাম না তোমাকে। আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি। তোমার স্মৃতিগুলো নিয়েই আছি। ঈদ মোবারক মা।’

বলে রাখা ভালো, মায়ের মৃত্যুর পর আবারও বড়পর্দায় ফিরলেন শুভ। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুভ-মন্দিরা জুটির সিনেমা ‘নীলচক্র’। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর