শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন সিনেমার লুকে চমকে দিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

নতুন সিনেমার লুকে চমকে দিলেন শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খানকে ভক্তরা ভালোবেসে রোমান্স কিং খ্যাতি দিয়েছেন। তবে গত কয়েক বছরে অভিনেতার অ্যাকশন দৃশ্যে অভিনয় নিজেকে নতুন রূপে চিনিয়েছেন। অভিনেতা কোথায় যান, কী পোশাক পরেন। তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তিনিও নিরাশ করেন না। প্রতিমুহূর্তে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নতুন সিনেমার লুক। কিংবা যেকোনো সুখবর। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার একগুচ্ছ ছবি। যেখানে হালকা সাদা পাকা চুল, চোখে কালো চশমা, পরেছেন একটি কালো টি-শার্ট। অভিনেতার এমন লুক দেখা ঝাপিয়ে পড়েছেন নেটিজেনরা। এখানেই শেষ না আরও একটি ছবিতে অনুরাগীদের মুগ্ধ করেছেন শাহরুখ। যেখানে দেখা গেছে, কালো চশমা চোখে, বাম হাত দিয়ে মুখে সিগারেট ধরে আছে, কালো টি-শার্টের ওপর লাল জ্যাকেট- পর্দার কিং যেন নিজেকে উজাড় করে দিয়েছেন। 

শাহরুখের অনুরাগীরা ধারণা করছেন, ছবিগুলো হয়তো অভিনেতার আসন্ন সিনেমা ‘কিং’ -এর লুক। তাদের মতে, এখন আর তিনি বাদশা নন, রাজা। তবে এই নতুন লুকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জাননি শাহরুখ। 

বলে রাখা ভালো, শাহরুখ খানকে সর্বশেষ ২০২৩ সালে ‘ডানকি’ সিনেমায় দেখা গিয়েছিল । ওই  একই বছর আরও দুইটি সিনেমা ‘জাওয়ান’ ও ‘পাঠান’ উপহার দিয়েছিলেন তিনি। যা বক্স অফিসে ব্যাপক ব্যবসা সফলতা পেয়েছিল।  
  
ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর