মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালেহ বিশ্বাসের নতুন গান ‘কুরবানি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

সালেহ বিশ্বাসের নতুন গান ‘কুরবানি’

ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে সংগীতাঙ্গনে। নতুন নতুন গান তৈরি করছেন শিল্পীরা। এবার ঈদে ‘কুরবানি’ শিরোনামের একটি গান আসছে সংগীতশিল্পী সালেহ বিশ্বাসের।

কোরবানি ঈদের ওপর গানটি লিখেছেন রাফিউজ্জামান রাফি। সংগীত পরিচালনা করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন সালেহ বিশ্বাস নিজেই।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘রোজার ঈদ নিয়ে অনেক গান থাকলেও কোরবানি ঈদ নিয়ে খুব একটা গান নেই। ওই জায়গা থেকে এই গানটি করার তাগিদ বোধ করেছিলাম। গানটিতে উৎসবের দারুণ একটি আমেজ আছে। ঈদের আনন্দ ও কোরবানির ত্যাগ দুটোই তুলে ধরা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’ 

slZyVpwX

সংগীত পরিচালক সৈয়দ সুজন বলেন, ‘গানটি উৎসবের গান। সঙ্গে কোরবানির ত্যাগের কথাও উল্লেখ করা হয়েছে। ঈদ আনন্দের চিত্র তুলে ধরা হয়েছে গানটিতে।’


বিজ্ঞাপন


সম্প্রতি আরটিভির তেজগাঁও স্টুডিওতে মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। তিনি বলেন, ‘গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। কথা, সুর, সংগীত ও গায়কীর দারুণ সমন্বয় ঘটেছে। আমার বিশ্বাস দর্শক শ্রোতারাও মুগ্ধ হবেন।’

জানা গেছে, শিগগিরই আরটিভি ফোক স্টেশনে প্রকাশ পাবে গানটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর