বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০১:১০ পিএম

শেয়ার করুন:

এবার ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে কে না চেনেন? দেশজুড়ে তিনি পরিচিত তার অদ্ভুত গায়কীর কারণে। যেদিন থেকে তিনি গান করছেন সেদিন থেকেই ট্রলের শিকার হচ্ছেন। 

এসব অবশ্য গায়ে মাখেন না মাহফুজুর রহমান। যে যাই বলুক, তিনি গান গেয়েই যাচ্ছেন। ভবিষ্যতেও গাইবেন বলে বহুবার জানিয়েছেন।


বিজ্ঞাপন


প্রতি বছর ঈদ উৎসবে নিজের চ্যানেলে গান শোনান মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে শুরু করেছেন এই কাজ। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। তবে গেল রোজার ঈদে ঘটে ছন্দপতন। সেবার গান শোনাননি তিনি। এবার কোরবানি ঈদেও গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

dr-20221106163244_20250325_152201875

চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে ঢাকা মেইলকে বলা হয়, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না।’ তবে কী কারণে গান শোনাবেন না মাহফুজুর রহমান তা জানায়নি চ্যানেলটির জনসংযোগ বিভাগ।


বিজ্ঞাপন


গেল বছর কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।  

rahman-20230625164530_20250325_152053033

এটিএন বাংলার পাশাপাশি এটিএন নিউজে প্রচার হয় ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’। ওই অনুষ্ঠানটিও বাংলা ও হিন্দি গানে সাজানো হয়েছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর