রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌমিতার কণ্ঠে রুনা লায়লার গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

মৌমিতার কণ্ঠে রুনা লায়লার গান

শুধু বাংলাদেশ না উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। প্রায়ত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে ১৯৮৬ সালে দ্বৈতকণ্ঠে গেয়েছিলেন ‘লড়াকু’ ছবির জনপ্রিয় গান ‘বুকে আছে মন, মনে আছে আশা।’ শ্রোতাদের কাছে এখনও গানটি সমাদৃত। 

এবার আলী জুলফিকার জাহেদীর দ্বিতীয় সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’র জন্য নতুন আয়োজন করা হচ্ছে গানটি। গত সোমবার রাজধানীর মগবাজারে হয়ে গেছে গানটির রেকর্ডিং। এতে কণ্ঠ দিয়েছেন মৌমিতা বড়ুয়া এবং সংগীত আয়োজন করেছেন সৈয়দ নাফিস। 

504159090_4073207992968601_7248638891330716789_n

নির্মাতা জানান, মুলত গল্পের প্রয়োজনে এ গানটিকে বেছে নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘রুনা লায়লা মানে রুনা লায়লা। তার সাথে কারও তুলনা হয় না। আমি কোনো সংগীতশিল্পীকে এই মুহূর্তে তুলনা করতে চাইও না। কোনোদিন হবে কি না জানি না। হতে পারে ভিন্ন ফর্মে। তবে রুনা লায়লা নিজেই একটা ব্র্যান্ড। ওনার গান পছন্দ করা একটা সাহসের ব্যাপার। গানটি গেয়েছেন মৌমিতা। তিনিও একটা চ্যালেঞ্জিংয়ের পর্যায় পড়েছেন। দেশীয় সংস্কৃতি একসময় যেভাবে মানুষের কাছে পৌছাত। খুব উন্নত একটা সংস্কৃতি ছিল। সেই সংস্কৃতিকে রিফর্ম করে আবার দেখাচ্ছি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং।’

মৌমতা বলেন, যে গানটি আমি শুনে এসেছি সেটির মতো করে আমার গাইতে হবে। কিন্তু তারমধ্যে এই সিনেমা অনুযায়ী ক্যারেক্টারের ঢোকা। আবার নতুন আয়োজন। সব মিলিয়ে একটু বেগ পেতে হয়েছে। এক বছর ধরে গানটির কাজ চলছিল। 

503995304_4074037949552272_6234302861870333319_n

তিনি যোগ করেন, সুপারস্টার যারা তাদের মধ্যে ওই ব্যাপারটা আছে। দেখলে মনে হয় আসলেই সুপারস্টার। রুনা লায়লা ম্যামকে ছোট বেলা থেকে এভাবেই মেপেছি। এই গানের প্রতি আমার এক্সাইটমেন্ট, শ্রদ্ধাবোধ মিলিয়ে স্বপ্নের মতো লাগছে। এখন ওই অভিব্যক্তি প্রকাশ করতে পারছি না। 

আফফান মিতুলের সংলাপ ও চিত্রনাট্যে নির্মিতব্য এ সিনেমায় এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনত্রী রুনা খান। আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর