রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অন্য মেয়ের হাতে কেক খাওয়া প্রসঙ্গে যা বললেন অনন্তর স্ত্রী বর্ষা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

অন্য মেয়ের হাতে কেক খাওয়া প্রসঙ্গে যা বললেন অনন্তর স্ত্রী বর্ষা

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা ২০১০ সালে ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন অনন্ত জলিল। এই সিনেমায় অভিনয়ের পর চার হাত এক করে নতুন অধ্যায় শুরু করেন। 

এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন এই তরকা জুটি। নিজেদের জীবনের নানা খুনসুটির মুহূর্তগুলো ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকা জুটি। যেখানে অনন্ত জলিলকে কেক খাইয়ে দিচ্ছেন মডেল নাজমি জান্নাত। বিষয়টি ভালোভাবে না নিয়ে অভিমান করে বেরিয়ে যাচ্ছেন তার স্ত্রী বলে সংবাদ প্রচার হয়।  ওই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। 

Screenshot_2025-06-04_134027

১ জুন অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্য এক তরুণী অনন্ত জলিলকে কেক খাইয়ে দিয়েছেন বলে অভিমান করে সেখান থেকে চলে গেছেন বর্ষা। সেই ঘটনা নিয়ে আজ বুধবার (৪ জুন) নিজের ফেসবুকে এক পোস্টে অনুষ্ঠানের একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যেখানে দেখা গেছে, অভিনেতা অনন্ত জলিল তার স্ত্রীর মুখ কেক তুলে দিচ্ছেন। সংবাদমাধ্যমের দাবিতে বেজায় ক্ষেপেছেন বর্ষা। আদতে সেই ঘটনাস্থলে এমন কিছুই হয়নি বলে দাবি করেছেন তিনি। 

ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী বর্ষা লিখেছেন, ‘ভাগ্যিস অনন্ত জলিল তুমি কাউকে কিছু খেতে দেওনি। এডিট গুলো খুব প্রশংসা পাবার মত। এটা খুব সাধারণ ব্যাপার ছিল। কিন্তু এই এডিটিংয়ের যুগে নিজেরা নিজেদের মতো করে মজা নিলেন। আমিও খুব হেসেছি, সাথে আপনাদের ভাইও। মজার ব্যাপার হলো মেয়েটা কে ছিল? 

471684830_905372568250651_6205524932206203506_n_20250321_110620748

এখানে শেষ না অভিনেত্রী যোগ করেছেন, ‘আমরা দুইজন কেউ চিনি না। উনি নিজে থেকেই এসে কেক খাওয়াবে অনন্ত ভাইকে। আর একটা কথা, উনি আমাদের দুইজনকে ফুল দিয়েছেন। ওনাকে কেউ বলেনি যে আপনি এগুলো করেন। নিজে নিজেই করেছেন। না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল এবং অপরাধ মনে রাখবেন।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর