সোশ্যাল ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর মৃত্যুর গুঞ্জনে সয়লাব সামাজিক মাধ্যম। আজ বুধবার দুপুরের দিক থেকে এরকম গুঞ্জন ছড়ায়। বর্ষার মৃত্যু হয়েছে দাবি করে কেউ দিচ্ছেন পোস্ট। আবার কেউ দিচ্ছেন ভিডিওবার্তা। তবে এ খবরের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমনকি কোনো তথ্য মেলেনি বর্ষার পরিবারের পক্ষ থেকেও।
নিজের ফেসবুকে বর্ষার মৃত্যুর খবর জানিয়ে ইনফ্লুয়েন্সার বারিশা হক লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্ষা চৌধুরী আর নেই। উনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই। যদি ঘটনা সত্যি হয়ে থাকে, উনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন, প্লিজ।’
বিজ্ঞাপন

এদিকে বর্ষা’স লাইফস্টাইল নামের এক পেজ থেকেও বর্ষার মৃত্যুর খবর ছড়ানো হয়েছে। আজ দুপুরে সেখানে লেখা হয়, ‘আজ ১২টা ২০ মিনিটে হার্ট অ্যাটাকে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বর্ষা চৌধুরী।’
তবে নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি বর্ষার মৃত্যুর খবর নাকচ করে দিয়ে নিজের ফেসবুকে লিখেছেন, বর্ষা মারা যায়নি, অসুস্থ সে, মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। বর্ষাকে কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নেব, যদি সে আমাকে সেই সুযোগ দেয়।
_20250507_163428740.jpg)
বিজ্ঞাপন
এদিকে নেটিজেনদের অধিকাংশই মনে করছেন বর্ষার মৃত্যুর খবর সত্যি নয়। গুজব ছড়ানো হচ্ছে। কেউ বিরক্তি প্রকাশ করছেন আবার কেউ পরিকল্পিত নাটক বলে মন্তব্য করছেন।

