আদনান আল রাজীবের সঙ্গে এক যুগ ডুবে ডুবে জল খেয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেহজাবীন চৌধুরী। গেল ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মেহজাবীন জানান, প্রথম দেখায় আদনানের প্রেমে পড়েছিলেন তিনি। এবার রাজীবও জানালেন মেহজাবীনকে নিজের অনুভূতি।
আজ বুধবার নিজের ফেসবুকে মেহজাবীনের সঙ্গে নিজের ছবি প্রকাশ করেছেন রাজীব। সঙ্গে লিখেছেন, ‘আমি কেবল একজন সাধারণ মানুষ, যে কিনা শিল্প তৈরির চেষ্টা করি। চেহারা হোক কিংবা প্রতিভা, উভয় ক্ষেত্রেই আমি খুব সহজ। তবুও কোনো না কোনোভাবে, সৃষ্টিকর্তা সবসময় আমাকে আমার প্রাপ্যের চেয়ে বেশি দিয়েছেন।
বিজ্ঞাপন
এরপর লেখেন, ‘আমি মনে করি তিনি আমাকে অনুগ্রহ করেছেন, এবং এখন, তিনি তোমাকে আমার করে দিয়েছেন; সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উপহার। ১৩ বছর ধরে তুমি আমার শক্তি, পরিত্রাতা এবং সেরা বন্ধু। চিরকালের জন্য পেয়েছি তোমায়, মেহজাবীন চৌধুরী।’
এর আগে মেহজাবীন লিখেছিলেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল— বাঁকা দাঁত ও সুন্দর হাসিমুখের এক ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে। সে রাস্তা থেকে আমাকে হাত নেড়েছিল।’
এরপর লিখেছিলেন, ‘মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম আমরা। হাত মিলিয়েছিলাম। ছেলেটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি অংশ তার সাথে চলে গেছে। তৎক্ষণাৎ জানতাম - এই ছিল।’
মেহজাবীন যোগ করেছিলেন, ‘১৩ বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে, একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উত্থান পতন একসঙ্গে পাড়ি দিয়েছি। তারা বলে যে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়। আমরা এটি প্রায় দ্বিগুণ করেছি।’
বিজ্ঞাপন
আরও লিখেছিলেন, ‘২০২৫-এর ১৪ ফেব্রুয়ারি একসঙ্গে পথচলার প্রতিশ্রুতি দিয়ে একে অন্যের সঙ্গে চিরতরে আবদ্ধ হয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।’
শেষে দোয়া চেয়ে মেহজাবীন লেখেছিলেন, ‘আমরা এই নতুন অধ্যায় শুরু করে, আজীবন সুখে দুঃখে একসঙ্গে থাকতে আপনাদের ভালবাসা ও দোয়া চাই।’
গেল রোববার বসেছিল কন্যার গায়ে হলুদের আসর। ঢাকার অদূরে একটি রিসোর্টে বেশ কড়াকড়িতে চলে এ আয়োজন। ২৪ ফেব্রুয়ারি সেখানেই হয় বিয়ের আনুষ্ঠানিকতা।