প্রতি বছর ঈদকে কেন্দ্র করে সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। সেই ধারাবাহিকতায় আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে একগুচ্ছ সিনেমা। পর্দায় প্রিয় তারকাদের রোমান্টিক ও অ্যাকশন দৃশ্য দেখার জন্য মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। তেমনি ঈদে প্রিয় সংগীতশিল্পীর কণ্ঠে গান শোনার অপেক্ষায় থাকেন শ্রোতারা।
ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার পোস্টার ও ট্রেলার গুলো ঝড় তুলেছে নেটদুনিয়ায়। পিছিয়ে নেই মুক্তিপ্রাপ্ত গানগুলো। প্রিয় তারকার কণ্ঠে গাওয়া গানের সঙ্গে রিলস ভিডিও বানাতে দেখে গেছে সংগীতপ্রেমীদের। ইতোমধ্যেই অন্তর্জালে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমার গান। জেনে নেওয়া যাক কে কোন সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।

অনেকেই বলছেন ‘নীলচক্র’ সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করছেন আরিফিন শুভ। শুক্রবার প্রকাশিত হয়েছে ছবির দ্বিতীয় গান ‘যেতে যেতে’। গানটি গেয়েছেন মাশা ইসলাম। ওয়াহিদ বাবুর কথায় গানের সুর-সংগীত করেছেন ইমন সাহা। গানের দৃশ্যে রাতের সড়কে স্কুটি চড়ে কোথাও যাচ্ছেন শুভ-মন্দিরা। এর আগে প্রকাশিত ছবির পোস্টারে নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। অভিনেতার ভক্তরা অপেক্ষায় আছেন ছবিটি হলে মুক্তির। এই সিনেমায় ঢালিউড অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন মন্দিরা চক্রবর্তী।
বিজ্ঞাপন

ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমা। গতকাল প্রকাশিত হয়েছে ছবির প্রথম গান ‘তোমার খেয়ালে’। গানের দৃশ্যে বেশ রোমান্টিক রূপে দেখা গেছে শরিফুল রাজ-তাসনিয়া ফারিনকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। গানের কথা লিখেছেন তন্ময় পারভেজ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি।

আসন্ন কোরবানি ঈদে ছবি মুক্তির মিছিলে আছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’ সিনেমা। ছবির ট্রেলার ও পোস্টের সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। এরইমধ্যে গতকাল রোববার টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসা। শুধু কণ্ঠ দিয়েই খান্ত হননি, গানের একটি দৃশ্যেও দেখা গেছে দুই সংগীতশিল্পীকে।
ইএইচ/

