দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা বিক্রম সুগুমারন মারা গেছেন। আজ সোমবার (০২ জুন) আকস্মিকভাবে অসুস্থা হয়ে পড়েন। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে সব চেষ্ঠা ব্যর্থ করে চলে গেলেন এ নির্মাতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। ভারতীয় গণমাধ্যম নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী, দক্ষিণী তারকা এবং অনুরাগীরা। জানা গেছে তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী খ্যাত মাদুরা থেকে একজন প্রযোজককে একটি নতুন চিত্রনাট্য শোনানোর পর চেন্নাই ফেরার পথিমধ্যে বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনোওভাবেই শেষরক্ষা হয়নি।

পরিচালকের আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে শান্তনু লিখেছেন,’প্রিয় ভাই। তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমাকে মনে রাখব। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে! তোমার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে কখনও পূরণ হবে না।’
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘বিক্রম সুগুমারন তার স্ত্রী এবং সন্তানদের রেখে গেছেন। যারা চেন্নাইতে থাকেন। গ্রামীণ পরিবেশের উপর নির্মিত চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যু তামিল সিনেমার জন্য এক বিরাট ক্ষতি।’ বিখ্যাত পরিচালক
বিজ্ঞাপন
১৯৯৯ থেকে ২০০০ সালে পরিচালক বালু মহেন্দ্রের সহকারী হিসেবে তার শোবিজ দুনিয়ায় পা রাখেন। ২০১৭ সালে ‘মাধা ইয়ানাউ কুট্টম’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটি সেই সময় ব্যপক প্রশংসিত হয়েছিল। সর্বশেষ ‘প্রেমা থেরাম’ সিনেমায় নির্দশনা দিয়েছিলেন।
ইএইচ/

