শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তাণ্ডব’-এ নিশোর ক্যামিও প্রসঙ্গে রাফীর ফোনরেকর্ড ভাইরাল! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

‘তাণ্ডব’-নিশোর ক্যামিও প্রসঙ্গে রাফীর ফোনরেকর্ড ভাইরাল! 

সিনেমায় নাম লিখিয়েই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আফরান নিশোকে। এবার ঈদেও ‘বরবাদে’র বিপরীতে হাজির হন ‘দাগি’ নিয়ে। কিং খানের সঙ্গে বারবার টক্কর দেওয়ায় শাকিবিয়ানদের চক্ষুশূল তিনি। 

এদিকে শোনা গিয়েছিল, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে। পরে শোনা যায়, শুধু শাকিবিয়ানরা না, খোদ শাকিবও নাকি নাখোশ নিশোর ওপর। ঠিক এ কারণে ‘দাগি’ র নিশানের সঙ্গে পর্দা ভাগ করতে চান না ‘বরবাদে’র আরিয়ান মির্জা।

afrana_20250429_123251231

তবে সেসব কাটিয়ে শেষ হয়েছে তাণ্ডবের শুটিং। শোনা যাচ্ছে, ছবিতে ক্যামিও করেছেন নিশো। তবে সেটি ভালোভাবে নেননি শাকিবিয়ানরা। এরইমধ্যে কেউ দিচ্ছেন বয়কটের ডাক। তাদের দাবি, শাকিবের কাছে ক্ষমা চাইতে হবে নিশোকে। শাকিবেরও নাকি এতে মত ছিল।

এরইমধ্যে বিষয়টি নিয়ে একটি ফোনালাপ ফাঁস হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে কণ্ঠ শুনে নেটিজেনদের ধারণা ফোনরেকর্ডটি ‘তাণ্ডব’ পরিচালক রায়হান রাফীর। ওই রেকর্ডে শোনা যায়, নিশো যে অন্যায়টা করছে তাকে সরি বলতে হবে। সেটা ভাইয়ার (শাকিব খান) কাছে হোক, কিংবা জন সম্মুখে হোক। এটা নিয়া আমার এবং ভাইয়া কারও কোনো দ্বিমত নাই।

500094301_1251068859719820_8533466475637704406_n

এরপর বলতে শোনা যায়, আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তাকে ফোন দিয়ে আর যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না। 

জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। কোরবানি ঈদে মুক্তি পাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর