রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সন্তান নিয়ে পরিকল্পনা জানালেন শাকিবের নায়িকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

সন্তান নিয়ে পরিকল্পনা জানালেন শাকিবের নায়িকা 

পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনেত্রীকে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে। তাদের একজন দর্শনা বণিক। কিং খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তিনি। বিয়ের দেড় বছর হতেই জানালেন সন্তানের পরিকল্পনা। 

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, এক অনুষ্ঠানে দর্শনাকে প্রশ্ন করা হয় যে, আপনি মা হওয়ার কথা চিন্তা-ভাবনা করেন? ভবিষৎ প্রজন্মের জন্য কোনো পরিকল্পনা করছেন? নায়িকা বলেন, ‘অবশ্যই, বিয়ে করেছি, এবং আমি আর সৌরভ দুজনেই বাচ্চা খুব ভালোবাসি। আর আমাদের এটা তো অবশ্যই পরিকল্পনা আছে যে, আমরা আমাদের একটা পরিবার তৈরি করব।’

dorsh_20231128_125221553

এদিকে সন্তান থাকলে অনেক সময় কাজ থেকে বাদ পড়তে হয় অভিনেত্রীর। বিষয়টি উল্লেখ করে দর্শনা বলেন, ‘মেয়েদের নানা ভাবে বাদ দেওয়া হয়। একজন অভিনেত্রী বিয়ে করলেন তখন তাকে বাদ দেওয়া হয়। আবার কোনো অভিনেত্রীর সন্তান থাকলে তাদেরও বাদ পড়তে হয়। কিন্তু আমাদের এখানের ঋতুপর্ণা সেনগুপ্ত অনেক দিন আগেই এটা নস্যাৎ করে দিয়েছেন। বর্তমান সময় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার সন্তানরা এখনও যথেষ্ঠ ছোট, তাদের সামলে মুম্বাই যাচ্ছেন, বিজ্ঞাপণের কাজ করছেন, অভিনয় করছেন, সমস্ত অনুষ্ঠানে যাচ্ছেন, প্রোডাকশন সামলাচ্ছেন। তাই আমার মনে হয় যে চিকিৎসকরা অনুমতি দিলে, আর মেয়েরা চাইলে সব কিছু করতে পারেন।’

২০২৩ সালে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দর্শনা। সে বছরের ১৫ ডিসেম্বর সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন। হঠাৎ-ই নিজেদের বিয়ের খবর দিয়েছিলেন তারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর