সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নজরুল রক কনসার্টে আজ, গাইবে ১০ ব্যান্ড

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১১:৫১ এএম

শেয়ার করুন:

নজরুল রক কনসার্টে আজ, গাইবে ১০ ব্যান্ড

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ শনিবার (৩১ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘নজরুল কনসার্ট ২০২৫’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক ও বিপ্লবী গানগুলো নিয়ে নির্মিত অ্যালবামের প্রকাশ উপলক্ষে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ১০টি ব্যান্ড। 

এই আয়োজনটি মূলত নজরুলের গান নিয়ে নির্মিত একটি বিশেষ রক অ্যালবামের প্রকাশ উপলক্ষে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উদ্যোগে তৈরি হয়েছে অ্যালবামটি। 

Group_photo_of_Shironamhin_band_members

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘নজরুল কনসার্ট ২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। ব্যান্ডগুলোর সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে কবিতা আবৃত্তি, কবিকে ঘিরে নানা প্রস্ততি নিয়েছেন আয়োজকরা। 

অ্যালবামে স্থান পেয়েছে নজরুলের শক্তিশালী বার্তা বহনকারী ১০টি গান। এর মধ্যে রয়েছে—‘কারার ঐ লৌহ কপাট’, ‘জাগো অনশন বন্দী’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘এই শিকল পরা ছল’ এবং ‘জয় হোক জয় হোক’-এর মতো জনপ্রিয় বেশকিছু গান। গান গুলো পরিবেশন করবে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড। 

Warfaze01-20230816103919

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানিয়েছেন, গানের কথা, সুর ও স্বরলিপি হুবহু রেখে ব্যান্ডগুলোর কণ্ঠে গানগুলো রেকর্ড করা হয়েছে। রেকর্ডিংয়ের আগে ব্যান্ড শিল্পীরা প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীদের তত্ত্বাবধানে প্রশিক্ষণও নিয়েছেন। গানগুলো শিগগিরই ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

আর্ক ব্যান্ডের ভোকাল হাসান গণমাধ্যমকে বলেন, ‘নজরুলের গান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অ্যালবাম অত্যন্ত সময়োপযোগী। আমরা এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’ কনসার্ট ও অ্যালবাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ব্যান্ড সদস্যরা।  শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নজরুলের গান যুগে যুগে আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা দিয়েছে। এবার আমরা সেটিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’
 
ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর