মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় সংসদের সামনে কনসার্টকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

জাতীয় সংসদের সামনে কনসার্টকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠেয় কনসার্টকে কেন্দ্র করে আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সদস্যদের অনুষ্ঠানস্থলে রাখা হয়েছে।

বিজয় দিবসের সকালে জাতীয় সংসদের সামনে গিয়ে দেখা যায়, কনসার্টে যোগ দিতে দলে দলে আসছেন মানুষ। উন্মুক্ত এই কনসার্টে পারফর্ম করবেন জেমস, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।


বিজ্ঞাপন


এই কনসার্টকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে আসাদ গেট অংশের প্রবেশ মুখ বন্ধ করা হয়েছে। এর বিপরীত পাশের সড়ক দুই মুখী করা হয়েছে। ফলে আড়ং থেকে ফার্মগেট অভিমুখে গাড়ি আসছে এবং খামারবাড়ি থেকে গাড়ি আসাদ গেট অভিমুখে যাচ্ছে।

জাতীয় সংসদের সামনের সড়কে ঠিক মাঝ বরাবর তৈরি করা হয়েছে মঞ্চ। মাঝখানের অংশ থেকে খামারবাড়ির মোড় পর্যন্ত কালো কাপড়ে ঘিরে রাখা হয়েছে কনসার্টের জন্য। মাঝে বসার জায়গা রাখা হয়েছে। অনুষ্ঠান স্থলে প্রবেশের মুখ একটাই রাখা হয়েছে, সেটা খামার বাড়ির দিকে। লোকজন খামারবাড়ির অংশ দিয়ে কনসার্টের মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। পুলিশের সদস্যরা অনুষ্ঠানের স্থলে আগতদের তল্লাশি করে ঢোকার অনুমতি দিচ্ছেন। যদিও অনুষ্ঠান বারোটার দিকে শুরু হওয়ার কথা। কিন্তু মূল কনসার্ট শুরু হবে দুপুর দুইটার দিকে। এর আগেই লোকজন আসতে শুরু করেছেন।

1_(2)

মঞ্চের পেছনে শিল্পীদের প্রবেশের জন্য একটি গেট রাখা হয়েছে। পেছনে ফাঁকা সড়কে বেসরকারি নিরাপত্তা এজেন্সির কিছু গাড়ি এবং তাদের সদস্যদের দেখা গেছে। তাদের মধ্য থেকে ডগ স্কোয়াডের দায়িত্বে থাকা একজন জানালেন, তাদের প্রায় কয়েক শতাধিক সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। তাদের ডগ দিয়ে অনুষ্ঠানের স্থলে কোনো ধরনের ঝুঁকি বা বোমা জাতীয় কিছু রাখা আছে কিনা এসব বিষয় দেখভাল করেন। এখনো অনুষ্ঠান স্থলে ট্রাকে করে অতিথি ও শিল্পীদের বসার চেয়ার আনা হচ্ছে। 


বিজ্ঞাপন


ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের এডিসি তানভীর হোসেন ঢাকা মেইলকে বলেন, এখানে পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও জাতীয় সংসদের দুই পাশের প্রবেশ মুখে পুলিশ সদস্যরা রয়েছেন। আয়োজক কমিটি তাদের ব্যবস্থাপনায় কিছু নিরাপত্তার দায়িত্বে থাকবে এমন লোক রেখেছেন। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা সুন্দরভাবে জোরদার করা হয়েছে।

এমআইকে/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর