রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন এই বাঙালি নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন এই বাঙালি নায়িকা

ভারতীয় নায়িকাদের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ের রীতি স্বাভাবিক একটা বিষয়ে পরিণত হয়েছে। সেই তালিকায় নাম লিখিয়েছিলেন পূজা ব্যানার্জী। ২০২০ সালের মার্চে দীর্ঘদিনের প্রেমিক কুনাল বার্মাকে আইনি বিয়ে করেন তিনি। এর ছয় মাস পরেই পুত্রসন্তানের জন্ম দেন এই বাঙালি নায়িকা।

এরপর ২০২১ সালের ১৬ নভেম্বর প্রচলিত নিয়ম অনুযায়ী সাত পাকে বাঁধা পড়েন পূজা-কুনাল। বিয়ের সময় পূজার পুত্রের বয়স এক বছর ছিল। তা নিয়েও কটাক্ষের শিকার হতে হয় পূজাকে। পুত্রের সামনে বিয়ে করছেন বলে অভিনেত্রীর চরিত্র বিশ্লেষণ করতেও পিছপা হননি নেটপাড়ার একাংশ। তবে এসব নেতিবাচক মন্তব্য বিচলিত করে না পূজাকে। বরং তিনি নিজের কাজটাই ভালোভাবে করে যান।


বিজ্ঞাপন


Puja

এদিকে পূজার প্রথম ভালোবাসা কুনাল নয়। এর আগে তিনি দুজনের সঙ্গে নয় বছর সম্পর্কে ছিলেন। ভারতীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে সোজাসাপ্টা কথা বলেন তিনি।

পূজা জানান, তার জীবনের প্রথম প্রেমের সঙ্গে সারা জীবন কাটাবেন বলে ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। জীবনের প্রথম প্রেম। ভালবাসার সাগরে যেন ডুবে ছিলেন পূজা। প্রেমিককে জীবনের ধ্যান-জ্ঞান হিসেবে মেনে নিয়েছিলেন তিনি। তাই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা। দুজনে কলকাতা থেকে পালিয়ে মুম্বাই চলে যান।

কিন্তু মুম্বাই পৌঁছনোর পর পূজা এবং তার প্রেমিকের মধ্যে প্রায়শই মতবিরোধ, অশান্তি হত। ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করেন তারা।


বিজ্ঞাপন


Puja

পরিবার, বন্ধুবান্ধবদের ফেলে এসে যে মানুষটির সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন পূজা, সেই মানুষটিই তার কাছে অচেনা হয়ে ওঠেন। সম্পর্ক বাঁচানোর হাজারও চেষ্টা করলেও দুজনেই ব্যর্থ হন। শেষ পর্যন্ত আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা।

পূজা আরও জানান, বাড়ি থেকে পালিয়ে এসে বাবা-মাকে খুব কষ্ট দিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে যাওয়ার কোনও রাস্তা ছিল না। মুম্বাইয়ে ওই অচেনা পরিবেশে একা থাকতে শুরু করেন তিনি।

Puja

দক্ষিণি ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করেন পূজা। ২০১১ সালে পূজা তেলুগু ছবিতে কাজ করেছিলেন। অভিনেতা নিখিল সিদ্ধার্থের সঙ্গে ‘ভিদু থেদা’ ছবিতে কাজ করেন তিনি। সেই ছবি খুব জনপ্রিয় হয়।

দক্ষিণি ছবি, বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় করেছেন পূজা। মিউজিক ভিডিওতে পবন সিংয়ের সঙ্গে কাজ করেছেন ইদানিং সামাজিক মাধ্যমে খুব সক্রিয় থাকেন পূজা। প্রচুর ফলোয়ার রয়েছে তার। মাঝে মধ্যেই নিজের হট ছবি শেয়ার করেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর