মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তাণ্ডব’-এ থাকছেন সিয়াম ও আফরান নিশো!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

‘তাণ্ডব’-এ থাকছেন সিয়াম ও আফরান নিশো!

আসন্ন কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’-এর ফরকাস্ট যেন ঝড় তুলেছে শাকিবিয়ানদের মনে। ছবির নির্মাতা আগেই জানিয়েছেন শাকিবের বিপরীতে থাকবেন অভিনেত্রী সাবিলা নূর। দেখা যাবে জয়া আহসানকেও। তবে কোনোভাবেই যেন জট খুলছে না ‘তাণ্ডব’-এ ক্যামিও চরিত্রে কে থাকছেন, আফরান নিশো নাকি সিয়াম আহমেদ।

এবার জানা গেল, ক্যামিও চরিত্রে সিয়াম আহমেদ তো থাকছেনই, দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকেও! সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সূত্র এই বিষয়ে গণমাধ্যকে নিশ্চিত করেছে। 


বিজ্ঞাপন


প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র বলছে, এই সিনেমায় মূলত দর্শকের কাছে রায়হান রাফী ইউনিভার্সের আভাস মিলবে। যেখানে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। ধারণা করা হচ্ছে, ‘সুড়ঙ্গ’র প্রতিনিধি রূপে এই সিনেমায় হাজির হচ্ছেন নিশো।  

তবে তাণ্ডব-এ আফরান নিশোর যুক্ত হওয়ার বিষয়টি নিছক ‘গুজব’ বলে মন্তব্য করেছেন নির্মাতা রায়হান রাফী। অযথাই মানুষ এসব গুজব ছড়াচ্ছে। নির্মাতা ও প্রযোজকরা ‘তাণ্ডব’ সিনেমা সিয়ামের উপস্থিতি নিয়েও মুখে কুলুপ এটেছেন। দর্শকদের জন্য চমক হিসেবেই রাখতে চাইছেন তারা। 

'তাণ্ডব'-এ শাকিবের সঙ্গে সিয়াম!

বলে রাখা ভালো, সিনেমার শুটিংয়ের আগে জানা গিয়েছিল শাকিবের ‘তাণ্ডবে’ দেখা যাবে নিশোকে। তবে সেই আশায় জল ঠালেন ঢালিউড মেগাস্টার শাকিব। এফডিসির একটি সূত্র জানান, ‘শুধু শাকিবিয়ানরা না, খোদ শাকিবও নাকি নাখোশ নিশোর ওপর। ঠিক এ কারণে ‘দাগি’ র নিশানের সঙ্গে পর্দা ভাগ করতে চাচ্ছেন না ‘বরবাদে’র আরিয়ান মির্জা।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর