কান চলচ্চিত্র উৎসব-২০২৫ এর সর্বোচ্চ পদক স্বর্ণপাম জিতলেন ইরানের পরিচালক জাফর পানাহি। দীর্ঘ বিরতির পর কানে ফিরেই বাজিমাত করলেন । ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির সুবাদে এ পদক ঘরে তুলেছেন তিনি। শনিবার ২৪ মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় প্রখ্যাত এই পরিচালকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে ৬৪ বছর বয়সী নির্মাতার হাতে স্বর্ণপাম তুলে দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। দুই দশকেরও বেশি সময় পর কান চলচ্চিত্র উৎসবে সশরীরে হাজির হলেন জাফর পানাহি। কারণ তার ওপর ১৫ বছর ধরে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ইরান সরকার।

স্বর্ণপদক নেওয়ার সময় পানাহির সঙ্গে ছিলেন ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিটির অভিনয়শিল্পী বাহিদ মোবাশ্বেরী, মরিয়ম আফসারী, ইব্রাহিম আজিজি, হাদিস পাকবাতেন, দেলনাজ নাজাফি।
বিজ্ঞাপন
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির গল্প বাহিদকে কেন্দ্র করে। সে একজন নকল পায়ের লোককে অপহরণ করে, যে দেখতে ঠিক সেই ব্যক্তির মতো যে তাকে কারাগারে নির্যাতন করেছিল ও তার জীবনের সর্বনাশ করেছে। বাহিদ অন্যান্য কারাবন্দির সঙ্গে যাচাই করতে বেরিয়ে পড়ে যে, এটি সত্যিই তাদের নির্যাতনকারী কিনা এবং তারপর তার সঙ্গে কী করা উচিত সেই সিদ্ধান্ত নেবে।

মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’সহ মনোনীত হয় মোট ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মূল বিভাগের সব কয়টি ছবিকে পেছনে ফেলে বাহিদের গল্প কানের বিচারকদের মন জয় করে। গত ২০ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছবিটির প্রদর্শনী শেষে আমন্ত্রিত অতিথি ও দর্শকরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানায়।
কান চলচ্চিত্র উৎসবে গাজায় শহিদ ফটোসাংবাদিক ফাতিমার সাহসিকতার গল্প
সেরার পুরস্কার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পানাহি। পুরস্কার হাতে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আজ আমি সব ইরানবাসীর প্রতি আবেদন জানাই— মতের অমিল থাকুক, ভিন্ন পথ থাকুক, কিন্তু চলুন আমরা এক হই। কারণ আজ সবচেয়ে জরুরি হলো আমাদের মাতৃভূমির স্বাধীনতা।’

বলে রাখা ভালো, টানা ২২ বছর পর কানে সশরীরে অংশ নিলেন জাফর পানাহি। চলচ্চিত্র নির্মাণের কারণে বেশ কয়েকবার গ্রেফতার হওয়া এই গুণী এই নির্মাতা। সর্বশেষ ২০০৩ সালে কান চলচ্চিত্র উৎসবে সশরীরে উপস্থিত হয়েছিলেন। সেই আসরে আঁ সাঁর্তে রিগা বিভাগে প্রদর্শিত তার ‘ক্রিমসন গোল্ড’ ছবিটি জুরি অ্যাওয়ার্ড পায়।
ইএইচ/

