রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুরুষ বানানো ভগবানের ভুল: মিশমি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

পুরুষ বানানো ভগবানের ভুল: মিশমি

ছোট পর্দার অভিনেত্রী মিশমির প্রেমের গল্প অজানা নায়। তবে কোনো সম্পর্কে বেশিদিন টেকেনি। ছোট পর্দার একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। একটা সময় প্রেমের জন্য অভিনয় ছেড়েছিলেন। প্রেমের জন্য এতোকিছু ত্যাগ করেও পরিণয়ের সম্পর্কে গড়তে পারেননি। এ মুহূর্তে তিনি সিঙ্গেল। 

গায়ের রঙ নিয়ে খোঁটা শুনেছি: শিঞ্জিনী চক্রবর্তী


বিজ্ঞাপন


সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরুষদের ওপর এক রকম ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বলেন, ‘ভগবান নারী আর পুরুষ বানিয়েছেন। তবে পুরুষ বানানো ভগবানের ভুল! পুরুষরা অনুভূতিহীন। ছেলেদের মধ্যে কাউকে বোঝার ক্ষমতা কম। এত বছরে সিঙ্গেল থেকে আমি অনুভব করেছি।’ 

464459368_18469647004055599_538806671177308791_n

এখানেই শেষ না মিশমি যোগ করেন,’সংবেদনশীল কাউকে ৬০ বছর পরও পেতে পারি। বা ৭০ বছর বয়সে পেতে পারি। সেই আশায় আছি। কিন্তু এমন কাউকে খুঁজছি না। এখন কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি। সন্ন্যাসিনী হয়ে যাব বলে মনে হয়।’

সম্পর্ক ভেঙে গেছে মাহির!


বিজ্ঞাপন


অভিনেত্রী নিজে বিয়ের কথা না ভাবলেও, বন্ধুদের বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি। মিশমি ‘ফুলকি’ ধারাবাহিকে অভিনয় দিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি এ ধারাবাহিকের ৭০০ পর্ব হয়েছে । 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর