ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী দর্শকমহলে ‘উমা’নামে বেশি পরিচিত। সব শ্রেণি পেশার মানুষদের মতোই নববর্ষকে ঘিরে শোবিজ তারকারাও মেতেছেন। তবে বাংলা নববর্ষে বিস্ফোরক ছোট পর্দার অভিনেত্রী। তাকে মাঝেমধ্যেই শরীরের রঙ নিয়ে কটু কথা শুনতে হয়। এবার শরীরের রঙ নিয়ে কথা বললেন মডেল ও অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমার গায়ের রঙ নিয়ে অনেকই খোঁটা দিয়েছেন। তবে সেই সব কথা কোনো দিন গায়ে মাখিনি। কারণ, গায়ের রঙ নির্ধারণ তো আমার হাতে নেই। যে রঙ নিয়ে জন্মেছি সেটা নিয়েই ভীষণ খুশি।’
টলিউড অভিনেত্রী হৈমন্তীকে খুঁজছে কলকাতা পুলিশ
শিঞ্জিনী যোগ করেন, আমি তখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা দিয়েছি। ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হতো। প্রথম দিনই জানিয়েছিলাম— আমার শরীরের যা রঙ সেটি রেখেই কাজ করব। আমি ‘ডাস্কি’, তাতেই বেশি সুন্দরী। শরীরের রঙ নিয়ে তাই গর্ব করি।
বিজ্ঞাপন
সবশেষ বলেন, ‘আমি নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা না কি খলনায়িকা— দেখি না।’
নিখোঁজ টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ
বলে রাখা ভালো, সম্প্রতি নতুন ধারাবাহিক ‘চিরসখা’য় খলনায়িকা হিসাবে কাজ শুরু করেছেন।
ইএইচ/