সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে কানের লাল গালিচায় ঐশ্বরিয়া

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় বছরে জুড়ে। দীর্ঘদিন ধরে একসঙ্গে কোনো অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় না তারকা জুটির। দুইজনের মধ্য সম্পর্কের কাদা ছোড়াছুড়ি নিয়ে সমালোচনার অন্ত নেয়। এবার বিচ্ছেদের গুঞ্জনকে উড়েয়ি দিতে দেখা গেল সাবেক বিশ্ব সুন্দরীকে। মাথা ভর্তি সিদুঁর দিয়ে কানের লাল গালিচায় হাজির হয়েছেন। ঐশ্বরিয়া যেন প্রমাণ করলেন তারকা জুটির সম্পর্কে কোনো চিড় ধরেনি।  

দুর্ঘটনার পর কেমন আছেন ঐশ্বরিয়া


বিজ্ঞাপন


কান সৈকতে জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। ৭৮তম কান উৎসব শুরু হয়েছে ১৩ মে থেকে। এবার আয়োজনের পর্দা নামবে ২৪ মে। চলতি আয়োজনে ইতোমধ্যে কানের রেড কার্পেটে নজর কেড়েছেন বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা এবং অভিনেত্রী। তবে দর্শক এবং ভক্তরা সবচেয়ে বেশি অপেক্ষা করছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় বরাবরই ফ্যাশনের দিক থেকে আলাদা চমক দেখান।  

2444-aishwarya-rai-brings-a-slice-of-india-to-cannes-2025-with-her-saree-and-sindoor-look

এবার কান উৎসবে অভিনেত্রী গায়ে জড়িয়েছেন মণীষ মলহোত্রার তৈরি আইভরি রঙের (হালকা সাদা) বেনারসি শাড়ি। শাড়ির সঙ্গে সোনালি রঙের কাজ করা ব্লাউজ। গহনার জন্যও তিনি বেছে নিয়েছেন মণীষ মলহোত্রার ডিজাইন করা জুয়েলারি। তার গলায় যে হারটি ছিল, তাতে ছিল ৫০০ ক্যারেটের বেশি মোজাম্বিক রুবি এবং আনকাট হীরা। এছাড়াও তিনি পরেছিলেন নজরকাড়া আংটি।

সারাদিন কী খান ঐশ্বরিয়া রাই?


বিজ্ঞাপন


তবে সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে অভিনেত্রীর সিঁথিতে গাঢ় সিঁদুর। অভিনেত্রীর ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই রূপের প্রশংসা করতে হুমড়ি খেয়ে পড়েছেন। একজন লিখেছেন, ‘সিঁদুর পরার মাধ্যমে তিনি হয়তো তার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ডিভোর্সের গুজবকে চুপ করিয়ে দিয়েছেন।’

বলে রাখা ভালো, ২০০২ সালে ‘দেবদাস’ ছবির প্রিমিয়ারে শাহরুখ খান এবং সঞ্জয় লীলা বানসালি সঙ্গে কান উৎসবে প্রথমবার পা রেখেছিলেন ঐশ্বরিয়া। সে বছর কান উৎসবে পরেছিলেন নীতা লুল্লার তৈরি হলুদ রঙের শাড়ি।

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর