মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি ব্যবস্থা নেবেন হানিফ সংকেত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি ব্যবস্থা নেবেন হানিফ সংকেত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেতের কণ্ঠ নকল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি বিজ্ঞাপনচিত্র নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টও দিয়েছেন। 

ঘূর্ণিঝড়ের কবলে হানিফ সংকেতের 'ইত্যাদি'


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে কণ্ঠ নকল করার জন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে, প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।’ 

Hanif_hhh

তিনি যোগ করেন, ‘বর্তমান সময়ের সেরা আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), যা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারে। তবে এর অপব্যবহারের ফলে ঘটছে অনেক অঘটনও। যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন।’ 

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিং অনুষ্ঠানে ভাঙচুর


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে হানিফ সংকেত লিখেছেন, ‘গত কিছুদিন ধরেই লক্ষ্য করছি একটি প্রতারক চক্র ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ‘ইত্যাদি’তে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে। তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয়ই দিক না কেন একটুখানি লক্ষ্য করলেই বোঝা যাবে এটা আসল নয় নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিনদেশের।’ 

480888818_1174704740686986_3232708887378262104_n

এখানেই শেষ না তিনি আরও লিখেছেন, ‘অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনোই কোন বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করিনি। সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরণের এআই কিংবা প্রযুক্তি নির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না। কারণ এর সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। যারা এ ধরণের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নেব।’ 

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল

প্রযুক্তি হুমকি থেকে নিজেদের রক্ষ করতে অনেক তারকাই কপিরাইট আইন হালনাগদ করেছেন। সেই কথা উল্লেখ করে জনপ্রিয় এ উপস্থাপক লিখেছেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ তারকারা কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে সংগীতশিল্পী ডুয়া লিপা, এলটন জন, নাট্যকার ডেভিড হেয়ার, নোবেল বিজয়ী সাহিত্যিক কাজুও ইশিগুরোর মত ব্যক্তিত্বরাও রয়েছেন।

Hanif_f

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবকারী এবং সাধারণ মানুষের অনেকেই মনে করেন এআই সফটওয়্যার গুলো নীতিগত পরিবর্তন করা উচিত। আর দশজনের মতো হানিফ সংকেতও একই ধারণা। সবশেষে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় এআই সফটওয়্যার প্রতিষ্ঠানের উচিত কিছু নীতিমালা তৈরি করা-যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর