বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন 'ইত্যাদি'-এর শুটিং অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে (রাজা টংকনাথের বাড়িতে) ‘ইত্যাদি’র শুটিং অনুষ্ঠান শুরু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নড়াইলে ২৫ পদের পিঠা দিয়ে নবান্ন উৎসব
এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। তখন দর্শকদের সামাল দিতে শুটিং অনুষ্ঠান সাময়িক স্থগিত করে ইত্যাদি কর্তৃপক্ষ।
বিভিন্ন সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রায় লাখখানেক মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর করার ঘটনা ঘটে।
ইত্যাদি কর্তৃপক্ষ ও প্রশাসন একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে রাত ৯টার দিকে শুটিং স্থগিত করতে বাধ্য হয় তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নতুন বছরে ঘোড়দৌড় প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
তবে এ ঘটনার সম্পূর্ণ দায় উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ। স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না।’
অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় অধিকাংশ দর্শক সেখান থেকে চলে যান। পরে রাত ১১ টার দিকে পুনরায় অনুষ্ঠানের শুটিং কার্যক্রম শুরু করে ইত্যাদি কর্তৃপক্ষ এবং শান্তিপূর্ণভাবে তা সমাপ্ত হয়।
প্রতিনিধি/ এমইউ

