সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুস্থ অসুস্থ যে অবস্থায় থাকেন নামাজ কায়েম করতেই হবে: মিশা সওদাগর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

সুস্থ অসুস্থ যে অবস্থায় থাকেন নামাজ কায়েম করতেই হবে: মিশা সওদাগর

ঢাকায় সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর ক্যারিয়ারে উপহার দিয়েছে অসংখ্য সিনেমা। এ অভিনেতা পর্দায় যেমন দাপটের সঙ্গে খল চরিত্রে নিজেকে মেলে ধরেন। বাস্তব জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। রোজার মাসে পুরো মাস রোজা রাখেন। অভিনেতার ধর্মী প্রেম মুগ্ধ করে অনুরাগীদের। 

মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেতা


বিজ্ঞাপন


এবার সামাজিকমাধ্যমে অনুরাগীদের প্রতি নামাজ কায়েম করার আহ্বান জানিয়েছে মিশা। আজ বুধবার ২১ মে বাংলাদেশে স্থানীয় সময় ৫টার দিকে এক পোস্ট তিনি এ আহ্বান জানান। ওই পোস্টে দেখে গেছে অভিনেতার পায়ের অস্ত্রোপচারের একটি ছবি ভাগ করে লিখেছেন, ‘সুস্থ বা অসুস্থ যে অবস্থায় থাকেন না কেন নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।’  

500015952_1232057058454403_9198676069026225781_n

মিশা সওদাগরের পোস্টে অনুরাগীরা সহমত প্রকাশ করেছেন। অনেকে আবার প্রশংসায় ভাসিয়েছেন। প্রমাণ মিলেছে মন্তব্যের ঘরে। 

মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, জানা গেল আসল রহস্য


বিজ্ঞাপন


সম্প্রতি ঢালিউড চলচ্চিত্রের খলঅভিনেতাকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়! গত বুধবার ১৬ মে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয় অভিনেতা মবের শিকার হয়েছেন। পরে অবশ্যই অভিনেতা জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন। অভিনেতা সামাজিকমাধ্যমে জনিয়েছেন পায়ের চিকিৎসার জন্য আমেরিকার অবস্থান করেছেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর