ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক হত্যার ঘটনা ঘটে। পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরব ছিলেন শোবিজ তারকারা। এরপরই ভারতে নিষিদ্ধ করা হয় পাকিস্তানে অভিনয় শিল্পীদের। এমনকি মুক্তি প্রতীক্ষিত ছবির পোস্টার থেকেও সরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এদিকে পহেলগাম ঘটনার পর অনেক ভারতীয় অভিনয় শিল্পী নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। সেই তালিকায় যুক্ত হলেন ঋদ্ধি ডোগরা। পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের সঙ্গে অভিনয় করার খেসারত দিতে হচ্ছে অভিনেত্রীকে।

বিতর্কের সূত্রপাত ‘আবির গুলাল’ ছবিকে কেন্দ্র করে। এই ছবিতে পাকিস্তানি অভিনেতা ফওয়াদের বিপরীতে অভিনয় করেছেন ঋদ্ধি। গত ৯ মে ছবিটি মুক্তির কথা ছিল। তবে পহেলগাম ঘটনার জেরে ছবি মুক্তি বাতিল হয়। পাকিস্তানি অভিনেতার সঙ্গে অভিনয় করায় ‘আবির গুলাল’ছবি বয়কটের রব ওঠে।
বিজ্ঞাপন
এদিকে পহেলগাম কাণ্ডের পর নিজের সামাজিক মাধ্যমে ক্ষোভ জানিয়েছিলেন অভিনেত্রী। তারপরও নেটিজেনদের রোষের মুখে ঋদ্ধি। সম্প্রতি সামাজিকে মাধ্যমে ছবি বয়কটের বিষয় এক প্রতিক্রিয়া অভিনেত্রী লিখেছেন, ‘আমাকে কটাক্ষ করবেন না। আপনাদের মতোই এই দেশের নাগরিক আমি। যখন ‘আবির গুলাল’ছবিতে কাজ করেছিলাম, দেশের আইন জেনে বুঝেই করেছিলাম। আমি বেআইনি কিছু করব না।’

এখানেই শেষ না তিনি আরও লিখেছেন, ‘বর্তমানে আমরা যে পরিস্থিতিতে রয়েছি। এ সময় আমার দেশের সঙ্গে এবং দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকতে চাই।’
বলিউড ইন্ডাস্ট্রি শুরু থেকেই চোর: নওয়াজউদ্দিন সিদ্দিকি
বলে রাখা ভালো, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে হামলার পরে ভারতে নিষিদ্ধ হয়েছিলেন ফওয়াদসহ অন্য পাকিস্তানি অভিনয় শিল্পীরা। দীর্ঘ ৯ বছর পরে সেই জট কেটেছিল। ফওয়াদের ভারতীয় অনুরাগীরা অপেক্ষা করছিলেন ‘আবির গুলাল’-এর মুক্তির। কিন্তু তার আগেই ঘটে যায় পহেলগাম কাণ্ড। এই পরিস্থিতে অভিনেতার অনুরাগী অপেক্ষা দীর্ঘ হচ্ছে তা বলায় যায়।
ইএইচ/

