সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোনো কালেই কথা বলতে পারবা না মনু: পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

কোনো কালেই কথা বলতে পারবা না মনু: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। মন্তব্য করতে দেখে যায় সাম্প্রতিক ইস্যুতে। সিনেমা ছাড়াও ব্যক্তিগত নানা কারণে আলোচনায় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই রহস্যজনক পোস্ট করে চমক দেন অভিনেত্রী। 

এবার পরীমণি তার ফেসবুকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।’  


বিজ্ঞাপন


টাঙ্গাইলে বাধার মুখে স্থগিত পরীমণির অনুষ্ঠান

অভিনেত্রীর পোস্ট ঘিরে জোর আলোচনা হচ্ছে। তবে কেন, কী উদ্দেশে এই পোস্ট করেছেন অভিনেত্রী তা বিস্তারিত কিছু জানানি। তবে অনেকেই মনে করছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের দিকেই ইঙ্গিত করেন অভিনেত্রী। 

492498864_1269493047870788_1154101001903833306_n

প্রেম, বিয়ে, বিচ্ছেদ তো বটেই, কখনো অনিয়ন্ত্রিত মেজাজ চালচলনের কারণেও সমালোচনায় আসেন এই নায়িকা। সম্প্রতি বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা বিষয় কথা বলেন।


বিজ্ঞাপন


এবার সেই গৃহকর্মীর নামে মামলা করলেন পরীমণি

নিজের মেজাজ হারানোর বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আর দশ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।’ 

pori_moni

এখানেই শেষ না তিনি আরও বলেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’

গৃহকর্মীকে মারধরের অভিযোগে জিডি, মুখ খুললেন পরীমণি

সবশেষে জানান, ক্যারিয়ার কাজ করতে গিয়ে কাজকে কখনও ছোট বড় চিন্তা করেননি। সব সময় মন দিয়ে ভালোবাসা নিয়ে কাজ করে গেছেন। যে ছবিটা দর্শকদের চোখে বড়। সেটাই অভিনেত্রীর চোখে। অভিনেত্রীর কাছে দর্শকের ভালোবাসায় বড় বলে জানিয়েছেন পরীমণি। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর